Connect with us

সাত নম্বরে আফিফ-মিঠুনদের সঙ্গে সৌম্যর লড়াই


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ দলে একজন ফিনিশারের অভাবটা নতুন নয়। এই জায়গাটা নিয়ে বেশ কয়েক বছর ধরেই ভুগছে টাইগাররা। গেল কয়েক বছরে বেশ কয়েকজনকে চেষ্টা করা হলেও কেউ স্থায়ীভাবে জায়গা করে নিতে পারেননি। ভারতের মাটিতে অনুষ্ঠেয় ২০২৩ ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে ব্যাটিং পজিশন নিয়ে কাজ শুরু করছে টিম ম্যানেজম্যান্ট।

সেটার ইঙ্গিত মিলেছে প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথায়। সৌম্যকে সাতে খেলানোর কথা ভাবছে টিম ম্যানেজম্যান্ট। ম্যাচের দুদিন আগে এমন কথা জানিয়ে দেয়ায় অনেকেই অবাক হয়েছেন। তবে বিষয়টি ৪-৫ মাস আগে সৌম্যকে অবগত করা হয়েছিল বলে জানিয়েছেন তামিম ইকবাল।

এ প্রসঙ্গে তামিম বলেন, ‘সাতে কে খেলতে পারে কোচ গতকালই তার একটা ইঙ্গিত দিয়েছেন। এই কথাটা তাকেও (ব্যাটসম্যান) প্রায় ৪ থেকে ৫ মাস আগে জানিয়ে দেওয়া হয়েছিল। এটা এমন একটা জায়গা যেখানে আমরা এখন পর্যন্ত উপযুক্ত নির্দিষ্ট একজন ব্যাটসম্যান পাইনি, গত ৪ থেকে ৫ বছর যদি দেখেন।’

২০২৩ বিশ্বকাপে ৭ নম্বরে একজন ক্লিন হিটার প্রয়োজন বাংলাদেশের। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সৌম্যকে মিডল অর্ডারে পরখ করে দেখতে চায় টিম ম্যানেজম্যান্ট। টিম ম্যানেজম্যান্ট মনে করেন এই জায়গায় তিনি সফল হতে পারেন।

৪-৫ মাস আগে সৌম্যকে পরিকল্পনার কথা জানানো হলেও করোনাকালীন বিসিবি প্রেসিডেন্টস কাপ এবং বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে দেখা গেছে ভিন্ন চিত্র। দুইটি টুর্নামেন্টেই উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবে খেলেছেন তিনি। যেটা তিনি সচারাচর করে থাকেন। ফিনিশার হিসেবে স্থায়ী হতে মোহাম্মদ মিঠুন, আফিফ হোসেন ধ্রুবসহ আরও ৩/৪ জনের সঙ্গে লড়াই করতে হবে তাঁকে। এমনটাই জানিয়েছেন ওয়ানডে অধিনায়ক।

এ প্রসঙ্গে তামিমের ভাষ্য, ‘সৌম্যকে আমরা এই কথাটা বলেছিলাম প্রেসিডেন্টস কাপের আগেই যে আমরা চাই তুমি এই জায়গায় ব্যাটিং করো। তাকে বলা হয়েছিল সেইজন্য মানসিক ও দক্ষতা উভয় দিক দিয়েই প্রস্তুত হতে। তাই আমাদের জন্য এটা কোনো নতুন ব্যাপার নাহ, আপনাদের জন্য চমকপ্রদ হতে পারে। কিন্তু আমাদের ভেতরে আগে থেকেই জানা ছিল এবং সে নিজেও জানত প্রায় ৪ থেকে ৫ মাস আগেই। তাছাড়া শুধু সৌম্য না, এখানে মিঠুন, আফিফ, ৩/৪ জন আছে।’

সর্বশেষ

৬ মার্চ, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা ১৪ দিন পরেই মুক্তি

৬ মার্চ, শনিবার, ২০২১

২ বছরের মধ্যে আকবরদের জাতীয় দলের বিবেচনায় আনতে চায় বিসিবি

৬ মার্চ, শনিবার, ২০২১

আইপিএলের পর্দা উঠছে ৯ এপ্রিল!

৬ মার্চ, শনিবার, ২০২১

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

৬ মার্চ, শনিবার, ২০২১

তৃষ্ণার ৬ উইকেটের দিনে সালমাদের বড় জয়

৬ মার্চ, শনিবার, ২০২১

ইংল্যান্ডকে ৩ দিনে হারিয়ে ফাইনালে ভারত

৬ মার্চ, শনিবার, ২০২১

১৯৭১ গাভাস্কারের কাছে এখনো গতকাল!

৬ মার্চ, শনিবার, ২০২১

স্মিথের কাঁধেই নেতৃত্বভার দেখতে চান খাজা

৬ মার্চ, শনিবার, ২০২১

গাভাস্কারের মতো হতে চেয়েছিলেন টেন্ডুলকারও!

৬ মার্চ, শনিবার, ২০২১

শ্রীলঙ্কাকে সিরিজে ফেরাল স্পিনাররা

আর্কাইভ

বিজ্ঞাপন