Connect with us

বাংলাদেশ - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

পরিসংখ্যান দেখুন, স্ট্রাইক রেট প্রসঙ্গে তামিম


প্রকাশ

:


আপডেট

:

ছবি : বিসিবি

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল এখন আলোচনার কেন্দ্রে। কারণ বাংলাদেশের ক্রিকেট ভক্তদের একটি অংশের অভিযোগ, তামিমের ধীর গতির ব্যাটিং অপর প্রান্তের ব্যাটসম্যান তো বটেই ইনিংসের বাকি সময় রান তোলার একটা চাপ তৈরি করে। কিন্তু তামিম ভাবছেন না তেমনটি। বরং তিনি পরিসংখ্যান দেখতে বলেছেন।

ওয়ানডে ক্রিকেটে তামিম সবসময় ছিলেন ক্রিকেটবোদ্ধাদের আলচনার কেন্দ্র বিন্দুতে। তাদের মতে আধুনিক ক্রিকেটে সেরা স্ট্রাইক রেটে পৌঁছানোর সামর্থ্য তামিমের আছে। কিন্তু সমালোচনায় পরার পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের মুখে পড়েছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানোডেতে নামার আগের ভার্চুয়াল সংবাদ সম্মেলনেও অবধারিতভাবে এসেছে তামিমের স্ট্রাইকরেট ইস্যু। যদিও বারবার এমন প্রশ্নে বিরক্ত অধিনায়ক পরিসংখ্যানের পাতা উল্টিয়ে বিগত কয়েক বছরের রেকর্ডে চোখ বুলানোর আহ্বান জানিয়েছেন।

এ প্রসঙ্গে তামিম বলেন,'অনেক দিন ধরে অনেক সংবাদ সম্মেলনে, অনেক সাক্ষাৎকারে আমাকে এই স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন শুনতে হচ্ছে। এটা নিয়ে আমি আগে অনেকবার কথা বলেছি। আর বলতে চাই না। আপনারা আমার শেষ কয়েকদিনের বা গত পাঁচ-ছয় বছরের পরিসংখ্যান দেখলেই বুঝতে পারবেন আমার অবস্থা। আর এটা এখন এমন একটা বিষয় যেটা নিয়ে উত্তর দিতে আমি আর ইনজয় করি না।'

ক্যারিয়ারের শুরু থেকেই তামিমের ওয়ানডে স্ট্রাইক রেট ছিল ৮০'র আশপাশে। গত পাঁচ বছরেও স্ট্রাইক রেটে তেমন পরিবর্তন হয়নি। প্রায় ৮০ স্ট্রাইক রেটেই খেলেছেন। অথচ ক্যারিয়ারের সেরা সময় কাটিয়েছেন গত পাঁচ বছর। ফিটনেসের সঙ্গে শট নির্বাচনও ভালো হয়েছে তাঁর। সেই সঙ্গে বেড়েছে লম্বা ইনিংস খেলার সামর্থ্যও।

কারণে অকারণে ক্যারিয়ারজুড়ে সবচেয়ে বেশি সমালোচনায় পড়েছেন তামিম। এ কারণেই এগুলোতে নিয়ে মাথা ঘামান না তিনি। আর নিজের দায়িত্বে ঠিক থাকাই সব থেকে গুরুত্বপূর্ণ এই ওপেনারের কাছে।

তামিম আরও বলেন, 'সত্যি কথা বলতে যত ক্রিটেসিজম আমি শুনেছি আমার মনে হয় না বাংলাদেশের কোনো ক্রিকেটারই শুনেছে। তো ওইদিক থেকে আমি পুরোপুরি তৈরি। যেটা আমার সঙ্গে হয় আর কি এটা পুরোপুরি... কিছু কারণে হয় আবার কিছু অকারণে হয়, ভিন্নভাবে চেষ্টা করছি। আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ মনে হয় নিজের দায়িত্বে ঠিক থাকা।'

সর্বশেষ

৬ মার্চ, শনিবার, ২০২১

সুযোগ পেলে আবারও 'রিভার্স ফ্লিক' খেলবেন পান্ত

৬ মার্চ, শনিবার, ২০২১

তর্ক সাপেক্ষে ফোকস বিশ্বের সেরা উইকেটকিপার: রুট

৬ মার্চ, শনিবার, ২০২১

কোহলির নেতৃত্বে স্বাধীন পান্ত-অক্ষররা

৬ মার্চ, শনিবার, ২০২১

নিউজিল্যান্ডের সবচেয়ে বড় সুবিধা ১৪ দিন পরেই মুক্তি

৬ মার্চ, শনিবার, ২০২১

২ বছরের মধ্যে আকবরদের জাতীয় দলের বিবেচনায় আনতে চায় বিসিবি

৬ মার্চ, শনিবার, ২০২১

আইপিএলের পর্দা উঠছে ৯ এপ্রিল!

৬ মার্চ, শনিবার, ২০২১

ইংল্যান্ডকে হারিয়ে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ভারত

৬ মার্চ, শনিবার, ২০২১

তৃষ্ণার ৬ উইকেটের দিনে সালমাদের বড় জয়

৬ মার্চ, শনিবার, ২০২১

ইংল্যান্ডকে ৩ দিনে হারিয়ে ফাইনালে ভারত

৬ মার্চ, শনিবার, ২০২১

১৯৭১ গাভাস্কারের কাছে এখনো গতকাল!

আর্কাইভ

বিজ্ঞাপন