বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

সৌম্যকে মিডল অর্ডারে পরখ করে দেখতে চান ডমিঙ্গো

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:42 সোমবার, 18 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

সাধারণত উদ্বোধনী ব্যাটসম্যান হিসেবেই প্রতিষ্ঠিত সৌম্য সরকার। নতুন বলে তাঁর পারদর্শীতা কারো অজানা নয়। চমৎকার টাইমিং আর প্লেসমেন্টে তাঁর ব্যাটেই নান্দনিক সব বাউন্ডারির দেখা পেয়েছিলেন বাংলাদেশের ক্রিকেট সমর্থকরা। কিন্তু জাতীয় দলে এবার সৌম্যর ভূমিকা বদলাতে যাচ্ছে। ব্যাটিং অর্ডারের ৬ অথবা ৭ নম্বরে ফিনিশারের ভূমিকায় অবতীর্ণ হতে যাচ্ছেন তিনি। প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর কথায় মিলছে তেমন কিছুরই আভাস।

এমনিতেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দলে ৪ জন উদ্বোধনী ব্যাটসম্যান। তামিম ইকবাল এবং লিটন দাস উদ্বোধনী জুটিতে চূড়ান্ত। তাহলে সৌম্য খেলবেন কোথায়? প্রশ্ন জাগতেই পারে। কিন্তু ডমিঙ্গোর ভাবনা অন্য। মিডল অর্ডারে ৬/৭ নম্বরে মাহমুদউল্লাহ রিয়াদ অনেক দিন ধরেই ভরসার প্রতীক হয়ে খেলে যাচ্ছেন। ব্যাটিং অর্ডারে মাহমুদউল্লাহর সঙ্গী হিসেবে সৌম্যকেই দেখা যেতে পারে ওয়েস্ট ইন্ডিজ সিরিজে।

এদিকে ২০২৩ বিশ্বকাপে এই জায়গাটায় একজন ক্লিন হিটার প্রয়োজন বাংলাদেশের। সেই পরিকল্পনার অংশ হিসেবেই সৌম্যকে মিডল অর্ডারে পরখ করে দেখতে চান বাংলাদেশের প্রধান কোচ। এই পজিশনে সৌম্য ভালো পারফরম্যান্স করবে এই ব্যাপারে পূর্ণ বিশ্বাসও রয়েছে তাঁর। তাছাড়া সৌম্যর মিডিয়াম পেস বোলিংটাও বেশ কার্যকরী। তাকে নিয়ে নেটে আলাদা করে বোলিং অনুশীলন করতেও দেখা গিয়েছিল ডমিঙ্গোকে।

সাংবাদ মাধ্যমের সঙ্গে আলাপকালে ডমিঙ্গো বলেন, 'তামিম ও লিটন ব্যাটিংয়ে উদ্বোধন করায় এই মুহুর্তে আমি মনে করি টপ অর্ডার বেশ প্রতিষ্ঠিত হয়েছে। আমরা মিডল অর্ডরে সৌম্যকে পরখ করে দেখতে চাই। আমরা এমন কোনও ব্যক্তির সন্ধান করছি যে আমাদের ইনিংসের শেষ দিকে দ্রুত রান করতে পারে এবং কয়েক ওভার বল করতে পারে। আমি জানি সৌম্য সর্বদা ইনিংসের শুরুতে খেলেছে। খেলা চালিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের এমন একজন ছেলে খুঁজতে হবে যে এই ভূমিকায় নিজেকে মানিয়ে নিতে পারে।'

'বিশ্বকাপের আগে আমরা যতটা সময় পাবো সে সময়টায় প্রত্যেকে বিভিন্ন ভূমিকায় খেলবে এবং তারপরে আমরা আমাদের সেরা ব্যাটিং লাইন আপটি চূড়ান্ত করব। এই মুহুর্তে আমরা রিয়াদের সঙ্গে খেলা শেষ করে আসার ক্ষেত্রে সৌম্যের দিকেই নজর দিচ্ছি। তার অভিজ্ঞতা আছে এবং সে একজন ক্লিন হিটার। তাঁর ব্যাটিংয়ের ওপর আমার বিশ্বাস আছে। আশা করি সে ভালো পারফরম্যান্স করবে।'

সাধারণত দলে ৬/৭ নম্বর পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ। প্রথমে ব্যাট করলে খুব কম বলে অনেক রান তোলার তাঁড়া থাকে ব্যাটম্যানদের। আবার লক্ষ্য তাঁড়া করার ক্ষেত্রে দলের পক্ষে ম্যাচ বের করে আনার জন্য চাপ নিয়ে খেলে যেতে হয়। তাই সৌম্যর এই নতুন ভূমিকায় অবতীর্ণ হওয়ার ক্ষেত্রে সকলকে ধৈর্য্য ধরার পরামর্শ ডমিঙ্গোর।

এ প্রসঙ্গে তিনি আরো বলেন, '৬ ও ৭ নম্বরে ব্যাট করাটা দলের জন্য খুবই গুরুত্বপূ্র্ন ও কঠিন ভূমিকা। কখনও কখনও এই ভূমিকায় আপনার প্রতি ওভারে দশ রান প্রয়োজন হয় এবং আপনি বাউন্ডারি হাঁকানোর জন্য ভালো বল খুঁজেন। কখনও কখনও ৫ ওভারে ৫০ রানও প্রয়োজন হতে পারে। এটি খুবই কঠিন পরিস্থিতি এবং সেই ভূমিকাতে তাঁকে (সৌম্য) অবতীর্ণ হবার জন্য সকলকে অবশ্যই ধৈর্য ধরতে হবে।'