ইংল্যান্ড-শ্রীলঙ্কা সিরিজ

টানা বোলিংয়ে 'ঘুম' পাচ্ছে লিচের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:07 রবিবার, 17 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

স্পিনার জ্যাক লিচের দারুণ বোলিংয়ে গল টেস্টে জয়ের দ্বারপ্রান্তে ইংল্যান্ড। ১৫ মাস পর সাদা পোষাকের ক্রিকেটে ফিরে বল হাতে যেন যাদু দেখালেন ইংল্যান্ডের এই স্পিনার।

বাঁহাতি এই স্পিনার দ্বিতীয়বারের মতো ৫ উইকেট নিয়েছেন। গল টেস্টে লঙ্কানদের দ্বিতীয় ইনিংসে তার বোলিং পরিসংখ্যান ১২২ রানে ৫ উইকেট। এদিন লিচ ৪১.৫ ওভার বল করেছেন।

এর আগে এতো ওভার কোনো সময়ই বল করতে হয়নি তাকে। গলের ভ্যাঁপসা গরমে হাঁপিয়ে উঠেছেন তিনি। এতো ওভার বল করে ক্লান্ত হয়ে পড়েছেন। এ জন্য তার প্রচণ্ড ঘুম পাচ্ছে।

এই ইংলিশ স্পিনার লিভারপুলের দারুণ ভক্ত। আজ রাতে ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নামছে দলটি। ঘুমের জন্য রাতের খেলাও দেখা হবে না বলে মনে করেন তিনি।

লিচ বলেন, 'এখন আমি প্রচণ্ড ক্লান্ত। শরীর ঝিমিয়ে পড়েছে কিন্তু এটা দিনে একবারই হয়। আমি একটা জিনিসই শিখেছি, আপনি কখনই জানেন না কি হতে পারে। আমি শুধু চেষ্টা করি প্রতিটি দিনই উপভোগ করার এবং দেখতে চাই কি হয়।'

তিনি আরও বলেন, 'আমি যেটা অনুভব করছি, এক ঘণ্টার জন্য ঘুমাতে চাই। আজ রাতে লিভারপুলের বড় একটি ম্যাচ আছে কিন্তু আমি সম্ভবত এটার জন্য জেগে থাকতে পারবো না। আমি সকালে জেগে উঠতে চাই এবং তাদের কাছ থেকে জয় কেড়ে নিতে চাই।'

ইংল্যান্ড এদিন দিন শেষ করেছে ৩ উইকেটে ৩৮ রান তুলে। জয়ের জন্য তাদের আরও প্রয়োজন ৩৬ রান। এই ম্যাচে বলের গতি বাড়িয়েই সফল হয়েছেন লিচ। তার লক্ষ্য ছিল বলের গতি বাড়িয়ে সঠিক লাইন লেন্থে বল ফেলা। দিন শেষে এই ইংলিশ স্পিনার জানালেন তার পরিকল্পনা সফল হয়েছে।

লিচের ভাষ্য, 'নিজের প্রতি আমার অনেক প্রত্যাশা। ৫ উইকেট পেয়ে দারুণ আনন্দ লাগছে। কিন্তু আজকের এই ম্যাচের মতো এতো বল আমি করিনি। ম্যাচ আমাদের নাগালে আছে এটা ভালো লক্ষণ। এটা স্লো উইকেট। তাই আমাকে কিছুটা গতি বাড়াতে হয়েছে। আমি আরও জোরে বল করতে চাইছিলাম এবং সঠিক জায়গায় বল ফেলতে চাইছিলাম।'