অস্ট্রেলিয়া-ভারত সিরিজ

শাস্ত্রীর পরামর্শই অনুপ্রেরণা জুগিয়েছে শার্দুলকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:01 রবিবার, 17 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

নামটি যেমন সুন্দর তেমনি ব্যাটিংও সুন্দর। ব্রিসবেন টেস্টে অভিষক্ত ওয়াশিংটন সুন্দর এবং প্রথমবার ব্যাট হাতে নামা শার্দুল ঠাকুরের ব্যাটিং সেটিই প্রমাণ করেছ। যদিও তৃতীয় দিনটা হতে পারতো অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারার। অথচ ব্যাট হাতে দিনটি হয়েছে সুন্দর এবং শার্দুলের। আর শার্দুল তাঁর এমন চোখ ধাঁধানো ব্যাটিংয়ের কৃতিত্ব দিচ্ছেন কোচ রবি শাস্ত্রীর বলা একটি কথাকে।

তৃতীয় দিনের দ্বিতীয় সেশনেই যেখানে ম্যাচের ভবিষ্যত নিয়ে প্রশ্ন উঠে গিয়েছিল, শার্দুল এবং সুন্দরের লড়াইয়ে সেই ম্যাচেই দুরন্ত ভাবে ফিরে এসেছে ভারত। অথচ দুজনেরই এই সিরিজ খেলার কথা ছিল না! সতীর্থদের ইনজুরির মিছিল কপাল খুলে যায় এই দুই জনের। আর এই সুযোগটিই কাজে লাগিয়ে দিয়েছে তারা। বোলিংয়ের পর এই দুই খেলোয়াড় এবার নায়ক ব্যাট হাতে।

অষ্টম ব্যাটসম্যান হিসেবে যখন শার্দুল এসেছিলেন তখন অজিদের বিপক্ষে ১৮৬ রানেই ৬ উইকেটে হারিয়ে রীতিমতো ধুঁকছে তাঁর দল। কিন্তু এরপরেই ব্যাট হাতে তিনি ৬৭ রানের ইনিংস খেলে দলকে বিপদ থেকে উদ্ধার করেন।

'অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারলে সবাই তোমাকে ভালোবাসবে,' কোচ রবি শাস্ত্রী ওয়ানডে খেলতে নামার আগে এমনটিই বলেছিলেন শার্দুলকে। আর হাজারো অজি দর্শকের সামনে চাপের মুখেও ভালো খেলার জন্য এই কথাটিই অনুপ্রেরণা জাগিয়েছে বলেছেন এই খেলোয়াড়।

এই প্রসঙ্গে শার্দুল বলেন, 'আমি যখন উইকেটে গিয়েছি পরিস্থিতি আমাদের অনুকূলে ছিলো না।তারা (অস্ট্রেলিয়া) আমাদের উপরে চড়াও হয়েছিলো। দর্শকরাও অস্ট্রেলিয়ান বোলারদের উৎসাহ জোগাচ্ছিলো। কিন্তু তখনই ওয়ানডে খেলতে নামার আগে রবি শাস্ত্রীর আমাকে বলা একটি কথা মনে পরে। সে (শাস্ত্রী) বলেছিলো, অস্ট্রেলিয়াতে ভালো খেলতে পারলে তুমি পুরষ্কৃত হবে, মানুষ তোমাকে পারফরম্যান্সের জন্য ভালোবাসবে।

'আমার তখন মনে হয়েছে আমি এখানে পারফর্ম করতে পারলে মানুষ আমাকে ভালোবাসবে। একই সঙ্গে আমার দলকে সহায়তা করতে পারবো। তিনি যোগ করেন।

স্বাগতিক বোলিং তোপের সামনে সুন্দর ও শার্দুলের বুক চিতিয়ে ১২৪ রানের জুটিকে মনে রাখতে হবে অনেক  দিন। যেখানে উপরের সারির ব্যাটসম্যানরা খাবি খেয়েছে সেখানে এই দুই টেল এন্ডারের সফলতার পেছনে নিজেদের ধৈর্যকেই ভাবছেন শার্দুল।

তিনি আরও বলেন, 'আমরা প্রথমে রক্ষণাত্মক থাকার করার চেষ্টা করেছিলাম। যখনই বুঝলাম উইকেটে কিছুটা বাউন্স রয়েছে তখন সুযোগের অপেক্ষা করেছি। লুজ ডেলিভারি পেলেই সেটা কাজে লাগিয়েছি।'