বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

আর বিশ্বকাপের প্লে অফ খেলতে চায় না ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:41 রবিবার, 17 জানুয়ারি, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

সরাসরি বিশ্বকাপে খেলতে চায় ওয়েস্ট ইন্ডিজ। দলটির প্রধান কোচ ফিল সিমন্স জানিয়েছেন, ২০২৩ বিশ্বকাপের জন্য কোয়ালিফায়ার খেলতে চায় না তার দল।

সেই লক্ষ্যেই বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে ভালো শুরুর অপেক্ষায় আছে ক্যারিবীয়রা। রবিবার (১৭ জানুয়ারি) এক ভিডিও বার্তায় এ কথা জানিয়েছেন ক্যারিবীয় কোচ। 

তিনি বলেছেন, 'এটা খুবই গুরুত্বপূর্ণ (ভালো শুরু)। কারণ এই সিরিজের সঙ্গে মানিয়ে নিতে এটা সাহায্য করবে। আমরা আর প্লে অফ খেলতে চাই না। এই সিরিজের সঙ্গে সামঞ্জস্য করা খুবই কঠিন হবে। তাই আমরা ভালো শুরু করতে চাই।

২০১৯ বিশ্বকাপেও প্লে অফেও সরাসরি খেলা হয়নি ক্যারিবীয়দের। তারা প্লে অফে খেলে এই বিশ্ব আসরের টিকেট পেয়েছিল। তাদের সঙ্গে প্লে অফ থেকে বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছিল আফগানিস্তান। যদিও সেবার কপাল পুড়েছিল জিম্বাবুয়ের।

বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়েই আইসিসি সুপার লিগ শুরু করবে ওয়েস্ট ইন্ডিজ। এই লিগের শীর্ষ ৭ দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে। তাদের সঙ্গে থাকবে বিশ্বকাপের আয়োজক ভারত। বাকি দলগুলো খেলবে বিশ্বকাপের প্লে অফে।

সেখান থেকে দুই দল জায়গা করে নেবে এই বিশ্ব আসরে। করোনা পরিস্থিতির কারণে ইতোমধ্যে নিউজিল্যান্ড এবং নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজ খেলা হয়নি ওয়েস্ট ইন্ডিজের। সে কারণেই বাংলাদেশের বিপক্ষে সিরিজটি তাদের খুবই গুরুত্বপূর্ণ।