বাংলাদেশ ক্রিকেট

দুই বছর সব টুর্নামেন্ট হবে বঙ্গবন্ধুর নামে

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 16:08 শনিবার, 16 জানুয়ারি, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

গেলো বছর স্বাধীনতার ঘোষক শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী পূর্ণ হয়েছে। আর চলতি বছরেই স্বাধীনতার ৫০ তম বছর উদযাপন করবে বাংলাদেশ। এই দুই উপলক্ষকে স্মরণীয় করে রাখতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের সিরিজের নাম উৎসর্গ করা হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে।

বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে মুজিব বর্ষের আয়োজনের প্রস্তুত ছিলো বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি)। কিন্তু করোনার প্রভাবে সেই আয়োজন সম্ভব হয়নি। এ কারণেই পরবর্তী দুই বছর দেশের ক্রিকেটের সকল টুর্নামেন্টে এই মহান নেতার নাম জুড়ে দেয়া হবে বলে জানিয়েছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'এই বছর এবং আগামী বছর খুবই গুরুত্বপূর্ণ। আমরা মুজিববর্ষের মধ্য দিয়ে যাচ্ছি। আমাদের জাতির পিতাকে উৎসর্গ করে একটা বড় টুর্নামেন্ট করার কথা ছিল যেটা আমরা কোভিডের কারণে করতে পারিনি। যেটাতে অনেক আন্তর্জাতিক ক্রিকেটার জড়িত ছিল যে কারণে আমরা করতে পারিনি। তো আগামী বছর পর্যন্ত আমাদের যতগুলো ক্রিকেট ইভেন্ট হবে সবগুলোর নাম বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করা হবে।'

করোনাভাইরাসের প্রাদুর্ভাবে গেলো বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ মাঠে গড়ায়নি। কিন্তু সম্প্রতি খেলোয়াড়দের মাঠে ফেরাতে বিসিবি দেশের ক্রিকেটারদের নিয়েই আয়োজন করেছিলো টি-টোয়েন্টি টুর্নামেন্ট। যার নাম ছিলো 'বঙ্গবন্ধ টি-টোয়েন্টি কাপ'।

এরই ধারাবাহিকতায় আন্তর্জাতিক দ্বিপাক্ষীয় সিরিজের নামকরণও করা হয়েছে 'বঙ্গবন্ধু বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ'। এই সিরিজের পৃষ্ঠপোষতায় আছে লাভেলো আইস্ক্রিম এবং ওয়ালটন বাংলাদেশ লিমিটেড।

জালাল ইউনুস আরও বলেন, 'স্বাধীনতা পূর্তি উপলক্ষে এই সময় আমরা চাচ্ছি যতগুলো খেলা আছে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করতে পারি এমন চিন্তা আছে আমাদের। সেই জন্য ওয়েস্ট ইন্ডিজ সিরিজটা আছে সেটার তার নামে নামকরণ করে রেখেছি। এখন যে ঘরোয়া খেলাগুলো হবে আমাদের, যে একটা টি-টোয়েন্টি টুর্নামেন্ট হয়েছে বঙ্গবন্ধুর নামে উৎসর্গ করেছি। এখানে আমরা যতটুকু পারি স্মরণ করার চেষ্টা করব।'

আগামী ২০ জানুয়ারি প্রথম ওয়ানডেতে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে ওয়েস্ট ইন্ডিজ। দ্বিতীয় ও তৃতীয় ওয়ানডে হবে যথাক্রমে ২২ ও ২৫ জানুয়ারি। ওয়ানডে সিরিজ শেষে হবে সাদা পোশাকের লড়াই। ৩ ফেব্রুয়ারি মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। দ্বিতীয় ও শেষ টেস্ট হবে ১১ ফেব্রুয়ারি ঢাকায়।