পাকিস্তান ক্রিকেট

বিপিএলে ২১ উইকেট নেয়ার পরও আমাকে বাদ দেয়া হয়েছিল : আমির

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:36 শুক্রবার, 15 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তানের টিম ম্যানেজমেন্টকে কাঠগড়ায় দাঁড় করিয়ে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। এই ইস্যুতে এবার মিসবাহ উল হক এবং ওয়াকার ইউনিসের সঙ্গে কথার যুদ্ধে নেমে পড়েছেন আমির। পাকিস্তানের এই দুই কোচের মন্তব্যের জবাব দিতে গিয়ে তিনি জানিয়েছেন, পারফরম্যান্স নয় তাঁকে ব্যক্তিগত ক্ষোভে বাদ দিয়েছিলেন।

টিম ম্যানেজম্যান্টের নির্যাতনের কথা জানিয়ে অবসর নিলেও সেই সময় বোলিং কোচ ওয়াকারকে আলাদা করে কাঠগড়ায় দাঁড় করিয়েছিলেন আমির। যদিও আমিরের এমন অভিযোগ নাকোচ করে দিয়েছেন পাকিস্তানের এই দুই কোচ। সম্প্রতি মিসবাহ জানিয়েছেন, তাঁরা আমিরকে কেবলই পারফরম্যান্সের কারণে বাদ দিয়েছিলেন।

যদিও এমন অভিযোগ মানতে নারাজ খোদ আমির। তিনি মনে করেন, পারফর্ম করার পরও তাঁকে দল থেকে বাদ দেয়া হয়েছিল। সেটার প্রমাণও তুলে ধরেছেন বাঁহাতি এই পেসার। বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) গেল আসরে দারুণ পারফরম্যান্স করেছিলেন তিনি। যেখানে খুলনা টাইগার্সের হয়ে ২০ উইকেট নিয়েছিলেন এই পেসার।

তারপরও ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সিরিজে বাদ দেয়া হয়েছিল তাঁকে। মিসবাহর মন্তব্যের জবাব দিতে গিয়ে বিপিএলেল পারফরম্যান্স তুলে ধরেন তিনি। সেই সঙ্গে প্রশ্ন ছুঁড়ে দেন বিপিএলে ২১ উইকেট (মূলত ২০) নেয়ার পরও ঠিক কি কারণে তাঁকে দল থেকে বাদ দেয়া হয়েছিল।

এ প্রসঙ্গে আমির বলেন, ‘বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২১ উইকেট (মূলত ২০) নেওয়ার পরের ম্যাচেই আমাকে বাদ দেওয়া হয়েছিল। এটা যদি ব্যক্তিগত ইস্যু না হয়, তাহলে কোনটি ব্যক্তিগত? আমার গতি কিছুটা কমে গিয়েছিল কারণ আমি পুরো ফিট ছিলাম না এবং ক্লান্ত ছিলাম। কিছুদিন আগে আমি লঙ্কা প্রিমিয়ার লিগে খেলতে গেছি তরতাজা হয়ে। সেখানে ১৪৫ কিলোমিটার (৯০ মাইলের বেশি) গতিতে বোলিং করেছি।’

ক্রিকেটারদের সঙ্গে অসহনীয় আচরণ না করে স্বাধীনভাবে খেলার সুযোগ দিতে বলেছেন আমির। এ প্রসঙ্গে তাঁর ভাষ্য, ‘আমি কোনো ভুল কথা বলিনি, সবই সত্যি বলেছি। পারফরম্যান্স এখানে কোনো ঘটনাই নয়, কারণ আমি জানি যে আমার সামর্থ্য আছে শক্তভাবে ফেরার। কিন্তু ব্যাপারটি হলো, তারা যেরকম মানসিক নির্যাতনের ভেতর ক্রিকেটারদের ঠেলে দেয়। ক্রিকেটারদের একটু মুক্তভাবে শ্বাস নেওয়ার সুযোগ দিন, স্বাধীনতা দিন। ড্রেসিং রুমের এই ভীতি জাগানিয়া আবহ সরিয়ে ফেলুন। দেখবেন, ক্রিকেটাররা পারফর্ম করবে ও ম্যাচ জেতাবে।’