আইপিএল

কার্তিক-কুলদীপকে ছেড়ে দিচ্ছে নাইট রাইডার্স!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:49 রবিবার, 10 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সর্বশেষ দুই আসরে প্লে অফে জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে কলকাতা নাইট রাইডার্স। দলটিতে অনেক তারকা ক্রিকেটার থাকলেও নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেননি তারা। 

এমন পারফরম্যান্সের কারণে নিজেদের পরিকল্পনা থেকে সাবেক অধিনায়ক দীনেশ কার্তিক এবং স্পিনার কুলদীপ যাদবকে বাদ দিচ্ছে নাইট রাইডার্স। দলটির একটি সূত্র ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছে তারা এই দুই ক্রিকেটারকে দল থেকে বাদ দিতে চলেছে কেকেআর।

সূত্রটি বলেছে, 'ইতোমধ্যে কলকাতা দলে আছে টম বেন্টন। সেই সঙ্গে উইকেটরক্ষ হিসেবে রয়েছে তরুণ প্রতিভাবান নিখিল নাইক। তাদের নিয়েই পরিকল্পনা দলের এবং অন্যদের বাদ দেয়ার পরিকল্পনা চলছে।'

২০২০ আইপিএলের মাঝপথে নাইট রাইডার্সের অধিনায়কত্ব ছেড়েছিলেন কার্তিক। টুর্নামেন্টের বাকি অংশে দলটিকে নেতৃত্ব দিয়েছিলেন ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইয়ন মরগান।

গত আসরে কার্তিকের পারফরম্যান্সও ছিল হতাশাজনক। ১৪ ম্যাচে তার ব্যাট থেকে এসেছিল কেবল ১৬৯ রান। এদিকে, তরুণ স্পিনার ভরুন চক্রবর্তীর কারণে একাদশে জায়গা পাওয়া সহজ হবে না কুলদীপের। এর ফলেই তাঁকে ছেড়ে দেয়ার পরিকল্পনা করছে দলটি।

এই দুজনকে ছেড়ে দিলে নাইট রাইডার্স ১৩.২ কোটি রুপি খরচ করতে পারবে নিলামে। এই দুজনকে না ছাড়লে দলটির হাতে থাকবে কেবল ৮.৫ কোটি রুপি।