অস্ট্রেলিয়া - ভারত সিরিজ

‘অস্ট্রেলিয়ার নোংরামি নতুন নয়’

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:14 রবিবার, 10 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

খেলার মাঠে বর্ণবাদ নতুন কিছু নয়। তবে সাম্প্রতিক সময়ে একটু বেশিই বর্ণবাদের ঘটনা ঘটছে। যদিও এটা নিয়ে প্রতিবাদে ক্রিকেটার, সেই দেশের ক্রিকেট বোর্ড কিংবা অন্যান্য অ্যাথলেটরাও বেশ সজাগ। তারপরও সুযোগ পেলে বর্ণবিদ্বেষী মন্তব্য করতে ছাড়ছেন না খেলা দেখতে আসা দর্শকরা।

সিডনি টেস্টের তৃতীয় দিনে এমন এক কাণ্ড ঘটিয়ে বসেছিল অস্ট্রেলিয়ার দর্শকরা। এদিন মাতাল দর্শকদের দ্বারা বর্ণবাদের শিকার হয়েছিলেন মোহাম্মদ সিরাজ। তৃতীয় দিনের পর চতুর্থ দিনেও এমন ঘটনার মুখে পড়তে হয়েছিল সিরাজকে। এমন কাণ্ডে স্বাগতিক দর্শকরা নোংরা বলে মন্তব্য করেছেন রবিচন্দ্রন অশ্বিন। সেই সঙ্গে এটা কঠোরভাবে মোকাবেলা করার আহ্বান জানিয়েছেন তিনি।

ঘটনাটি ঘটে চতুর্থ দিনের খেলার চা বিরতির ঠিক আগে। ফাইন লেগ অঞ্চলে দাঁড়িয়ে ফিল্ডিং করছিলেন সিরাজ। ঠিক তখনই দর্শকসারী থেকে তাঁর উদ্দেশ্যে উড়ে আসে বর্ণবিদ্বেষী মন্তব্য। ঘটনার পরই আম্পায়ারদের কাছে বিষয়টি জানান এই বোলার। ফলে প্রায় আট মিনিটের মতো বন্ধ থাকে দিনের খেলা।

অস্ট্রেলিয়ার মাটিতে এমন ঘটনা নতুন কিছু নয় বলে জানিয়েছেন অশ্বিন। এমন ঘটনায় প্রতিবাদ করার কারণে এর আগে ক্রিকেটারদের সমস্যার মুখে পড়তে হয়েছিল বলে জানান এই অফস্পিনার। এর আগে শুধু গালিগালাজ করলেও এবার জাতি বিদ্ধেষী মন্তব্য করেছে দর্শকরা।

এ প্রসঙ্গে অশ্বিন বলেন, ‘এটি অস্ট্রেলিয়া এবং সিডনিতে আমার চতুর্থ সফর। বিশেষত, অতীতেও আমাদের এমন কিছু অভিজ্ঞতা হয়েছে। আমি মনে করি, এর আগে খেলোয়াড়েরা এক বা দুইবার প্রতিবাদ করে সমস্যায় পড়েছিল। এটা আসলে খেলোয়াড়দের কারণে হয় না। দর্শক যেভাবে কথা বলছে সেটার কারণেই বিশেষ করে সীমানার প্রান্তে যারা থাকে।’

‘তারা বেশ নোংরা। তারা গালিগালাজ করেছে । তবে এবার তারা আরও এক ধাপ এগিয়ে জাতিগত নির্যাতন করেছে। এটি আজ এবং এই বয়সে কোনোভাবেই গ্রহণযোগ্য না। আমরা এর আগেও আরও অনেক দেখেছি তাই না? আমরা একটি সমাজ হিসেবে বিকশিত হয়েছি। এই অবশ্যই কঠোরভাবে মোকাবেলা করা দরকার। সেই সঙ্গে আমাদের এটা নিশ্চিত করতে হবে যে এটা যেন আবার না ঘটে; তিনি আরও যোগ করেন।’