ভারতীয় ক্রিকেট

পান্ডিয়ার ‘হুমকিতে’ দল ছাড়লেন দীপক হুডা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:27 রবিবার, 10 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

উত্তরাখন্ডের বিপক্ষে রবিবারের (১০ জানুয়ারি) ম্যাচ দিয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফির মিশন শুরু বারোদার। নিজেদের প্রথম ম্যাচে খেলতে নামার আগে দল থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন দলটির সহঅধিনায়ক দীপক হুডা। শনিবার দল ছাড়ার আগে দলটির অধিনায়ক ক্রুনাল পান্ডিয়ার বিপক্ষে চাঞ্চল্যকর এক অভিযোগ এনেছেন।

হুডার অভিযোগ, পান্ডিয়া তাঁর সঙ্গে অসভ্য আচরণ করেছেন এবং তাঁকে নিয়ে কুমন্তব্য করেছেন। শুধু তাই নয়, তাঁকে হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেছেন দলটির সাবেক অধিনায়ক হুডা। এ নিয়ে ইতোমধ্যে বোর্ডকে চিঠিও পাঠিয়েছেন হুডা।

চিঠিতে তিনি লেখেন, ‘১১ বছর বারোদার হয়ে খেলছি। এই মুহূর্তে সৈয়দ মুস্তাক আলি ট্রফির দলে রয়েছি। আমি প্রচণ্ড হতাশ এবং চাপের মধ্যে রয়েছি। আমার দলের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া শেষ দু’দিন ধরে দলের বিভিন্ন ক্রিকেটার এবং অন্য রাজ্যের ক্রিকেটারদের সামনেও আমার উদ্দেশে অশ্লীল ভাষা ব্যবহার করছে।’

তিনি আরও বলেন, ‘আমার মনোবল ভেঙে দেওয়ার চেষ্টা করে ও (পান্ডিয়া)। আমি কী করে দলের হয়ে খেলি সে দেখে নেবে বলে হুমকিও দেয়। আমার ক্রিকেট জীবনে এমন পরিস্থিতিতে কখনও পড়িনি।’

দীর্ঘদিন ধরেই বারোদার হয়ে খেলছেন তিনি। সেই সঙ্গে ৭ বছর ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) খেলার অভিজ্ঞতাও আছে তাঁর। সর্বশেষ আইপিএলের কিংস ইলেভেন পাঞ্জাবের হয়ে খেলেছেন হুডা। ভারতীয় দলের জার্সিতে খেলতে না পারলেও শ্রীলঙ্কা সফর এবং নিদাহাস ট্রফির দলে জায়গা পেয়েছিলেন তিনি।

দীর্ঘদিন ধরে ক্রিকেট খেলার কারণে অনেক অধিনায়কের অধীনে খেলতে হয়েছে তাঁকে। এর আগে কোনো অধিনায়কের কাছে এমন ব্যবহার পাননি জানিয়ে তিনি বলেন, ‘বহু আন্তর্জাতিক ক্রিকেটার, অধিনায়কদের সঙ্গে খেলেছি। কখনও এমন ব্যবহার পাইনি। এই পরিস্থিতিতে আমার পক্ষে নিজের সেরাটা দেওয়া সম্ভব নয়। আমার অনুশীলনেও ব্যাঘাত ঘটিয়েছে বারোদা দলের অধিনায়ক।’