টি-টেন

ক্রিকেটারদের ক্যারিয়ার দীর্ঘ করবে টি-টেন!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 21:58 শনিবার, 09 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ক্যারিবিয়ান অলরাউন্ডার ডোয়াইন ব্রাভো মনে করেন টি-টেন ফরম্যাট ক্রিকেটারদের ক্যারিয়ার দীর্ঘ করতে সাহায্য করবে। টি-টেন লিগের এবারের আসরে দিল্লি বুলসের হয়ে মাঠে মাতাবেন এই ক্যারিবীয় তারকা।

আগামী ২৮ জানুয়ারি শুরু হবে এই টুর্নামেন্টের চতুর্থ আসর। টি-টেন লিগের অন্যতম সেরা পারফর্মার ব্রাভো। এই টুর্নামেন্টে ব্যাটসম্যানরা নিজেদের সামর্থ্য যাচাই করতে পারেন এবং বোলাররা নিজেদের সামর্থ্যের পরীক্ষা করতে পারেন বলেও মত তার।

তিনি বলেন, 'টি-টেন দারুণ আকর্ষনীয় একটি টুর্নামেন্ট এবং কয়েক বছর আগে টি-টোয়েন্টি যেভাবে শুরু হয়েছিল এটাও সেরকম। ক্রিকেট বিশ্বে এটি (টি-টোয়েন্টি) খুবই আকর্ষনীয় এবং সারা বিশ্বের মানুষের নজর কেড়েছে। আমি মনে করি টি-টেনও একই ভাবে সবার কাছে পৌছে যাচ্ছে। এই ফরম্যাটটি ক্রিকেটারদের ক্যারিয়ার দীর্ঘ করতে সাহায্য করবে আমার বিশ্বাস।'

টি-টেন লিগের সর্বশেষ আসরে মারাঠা অ্যারাবিয়ান্সের নেতৃত্ব দিয়েছিলেন ব্রাভো। দলকে সেবার শিরোপার স্বাদও দিয়েছিলেন তিনি। এই অলরাউন্ডার অবশ্য এটিকে এখনও কঠিন টুর্নামেন্ট বলেই মনে করেন। তার ধারণা এটি বোলিং বান্ধব টুর্নামেন্ট নয়।

ব্রাভো আরও বলেন, 'একজন বোলার হিসেবে আমি নিজেকে চ্যালেঞ্জ জানাতে চাই কারণ এটা বোলিং বান্ধব টুর্নামেন্ট নয়। তাই আমার সামর্থ্যের পরীক্ষার সুযোগ হিসেবে নিচ্ছি এই টুর্নামেন্টটিকে। দেখতে পাচ্ছেন কিভাবে আমি পারফর্ম করে যাচ্ছি এখনও এমন সর্বোচ্চ পর্যায়ে।'