পিএসএল

ধারে করাচি থেকে ইসলামাবাদে অ্যালেক্স হেলস

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:30 শনিবার, 09 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ষষ্ঠ আসরের ‍সূচি প্রকাশের একদিন পরই ধারে ক্রিকেটার বদল করলো দুই ফ্র্যাঞ্চাইজি। করাচি কিংস থেকে ধারে অ্যালেক্স হেলসকে নিয়েছে ইসলামাবাদ ইউনাউটেড। আর এই ইংলিশ তারকার বদলে ইসলামাবাদ থেকে কলিন ইনগ্রামকে দলে নিয়েছে করাচি।

আগামী ১০ জানুয়ারি লাহোরে প্লেয়ার্স ড্রাফট অনুষ্ঠিত হবে। ড্রাফটকে সামনে রেখে নিজেদের রিটেইন ক্রিকেটার এবং ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিয়েছে ফ্র্যাঞ্চাইজিগুলো।

যেখানে কাইরন পোলার্ড, টম ব্যান্টন, ক্রিস জর্ডান, ক্রিস লিনদের মতো তারকা ক্রিকেটারদের ড্রাফটের জন্য ছেড়ে দিয়েছে তাঁদের আগের দলগুলো।

এছাড়া প্লেয়ার্স ড্রাফটে প্লাটিনাম ক্যাটাগরিতে থাকা ২৫ বিদেশি ক্রিকেটারের নাম প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

মঙ্গলবার (৫ জানুয়ারি) এই তালিকা প্রকাশ করেছিল পিসিবি। যেখানে ক্রিস গেইল-ডেভিড মিলারদের সঙ্গে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। আগামী ২০ ফেব্রুয়ারি করাচিতে পর্দা উঠবে পিএসএলের এবারের আসরের।

৬ দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২২ মার্চ। প্রথম ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন করাচির বিপক্ষে মাঠে নামবে ২০১৯ মৌসুমের চ্যাম্পিয়ন কোয়েটা গ্লাডিয়েটর্স।

একনজরে ফ্র্যাঞ্চাইজিগুলোর রিটেইন ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা:

ইসলামাবাদ ইউনাইটেড:

রিটেইন ক্রিকেটারের তালিকা: অ্যালেক্স হেলস, আসিফ আলী, কলিন মুনরো, ফাহিম আশরাফ. হোসেন তালাত, মুসা খান, শাদাব খান এবং জাফর গহর।

ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা: আহমের সাফি আবদুল্লাহ, আকিফ জাভেদ, আমাদ বাট, ডেল স্টেইন, লুক রনচি, ফিল সল্ট, রাসি ভ্যান ডার ডুসেন, রিজওয়ান হোসেন, রুম্মান রাইস এবং সাইফ বদর।

করাচি কিংস:

রিটেইন ক্রিকেটারের তালিকা: আমির ইয়ামিন, আরশাদ ইকবাল, বাবর আজম, কলিন ইনগ্রাম, ইমাদ ওয়াসিম, মোহাম্মদ আমির, শারজিল খান এবং ওয়াকাস মাকসুদ।

ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা: আলী খান, আওস জিয়া, ক্যামেরন ডেলপোর্ট, চ্যাডউইক ওয়ালটন, ক্রিস জর্ডান, ইফতেখার আহমেদ, মিচেল ম্যাকক্লেনেঘান, মোহাম্মদ রিজওয়ান, উমাইদ আসিফ, উমার খান এবং উসামা মীর।

লাহোর কালান্দার্স:

রিটেইন ক্রিকেটারের তালিকা: বেন ডাঙ্ক, ডেভিড উইজ, দিলবার হোসেন, ফখর জামান, হারিস রউফ, মোহাম্মদ হাফিজ, শাহীন শাহ আফ্রিদি এবং সোহেল আখতার।

ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা: আবিদ আলী, আঘা সালমান, ক্রিস লিন, ডেইন বিলাস, ফারজান রাজা, জাহিদ আলী, মাজ খান, মোহাম্মদ ফাইজান, সালমান বাট, সালমান ইরশাদ, সামিত প্যাটেল, সেক্কুগে প্রসন্ন এবং উসমান শিনওয়ারী।

মুলতান সুলতানস:

রিটেইন ক্রিকেটারের তালিকা: শহীদ আফ্রিদি, ইমরান তাহির, জেমস ভিন্স, খুশদিল শাহ, রাইলি রুশো, শান মাসুদ, সোহেল তানভীর এবং উসমান কাদির।

ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা: আলী শফিক, আসাদ শফিক, বিলাওয়াল ভাট্টি, ফ্যাবিয়ান অ্যালেন, জুনাইদ খান, মইন আলী, মোহাম্মদ ইলিয়াস, মোহাম্মদ ইরফান, রবি বোপারা, রোহাইল নাজির, ওয়াইন ম্যাডসেন এবং জিসান আশরাফ।

পেশোয়ার জালমি:

রিটেইন ক্রিকেটারের তালিকা: হায়দার আলী, কামরান আকমল, লিয়াম লিভিংস্টোন, শোয়েব মালিক এবং ওয়াহাব রিয়াজ।

ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা: আমির আলী, আদিল আমিন, আমির খান, কার্লোস ব্র্যাথওয়েট, হাম্মাদ আজম, হাসান আলী, ইমাম উল হক, কাইরোন পোলার্ড, লুইস গ্রেগরি, লিয়াম ডওসেন, মোহাম্মদ মহসিন, রাহাত আলী, সিকান্দার রাজা, টম ব্যান্টন, উমর আমিন এবং ইয়াসির শাহ।

কোয়েটা গ্ল্যাডিয়েটর্স:

রিটেইন ক্রিকেটারের তালিকা: আনোয়ার আলী, আজম খান, বেন কাটিং, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নাসিম শাহ, সরফরাজ আহমেদ এবং জাহিদ মাহমুদ।

ছেড়ে দেয়া ক্রিকেটারের তালিকা: আরিশ আলী খান, আবদুল নাসির, আহমেদ শেহজাদ, আহসান আলী, ফাওয়াদ আহমদ, জেসন রয়, কিমো পল, খুররাম মানজুর, ওমাইর বিন ইউসুফ, শেন ওয়াটসন, সোহেল খান, টাইমাল মিলস এবং উমর আকমল।