ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

ক্রিকেট অস্ট্রেলিয়াকে বিসিসিআইয়ের চিঠি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:00 বৃহস্পতিবার, 07 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্রিসবেনে পৌঁছে বাধ্যতামূলক কোয়ারেন্টিনে থাকতে হবে, ভারতীয় দলকে। মূলত অস্ট্রেলিয়ার এই রাজ্যের কোয়ারেন্টাইন নীতির কারণে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্ট নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। এর মধ্যে ভেন্যু পান্টানোর দাবিও জানিয়ে রেখেছে ভারত।

বৃহস্পতিবার কোয়ারেন্টাইন নীতি শিথিলের জন্য ক্রিকেট অস্ট্রেলিয়াকে চিঠি দিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। এই চিঠিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, সফরের শুরুতেই তারা আইসোলেশনের কঠোর বেড়াজালে ছিল। সফরের শেষ পথে আবারও তারা কোয়ারেন্টাইনে থাকতে চায় না। 

বিসিসিআইয়ের একজন শীর্ষ কর্মকর্তা ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান আর্ল এডিংসকে জানিয়েছেন, সফরের আগে তাদের বলা হয়নি আলাদা দুটি শহরে দুইবার করে কোয়ারেন্টাইনে থাকতে হবে। ১৫ জানুয়ারি শুরু হওয়ার কথা রয়েছে ভারত-অস্ট্রেলিয়ার মধ্যকার চতুর্থ টেস্ট।

ভারতীয় সংবাদমাধ্যম পিটিআইয়ের সঙ্গে আলাপকালে বিসিসিআইয়ের এক কর্মকর্তা বলেছেন, 'আলোচনা এখনও চলছে। তবে আজ বিসিসিআই আনুষ্ঠানিক ভাবে তাদের চিঠি দিয়েছে কোয়ারেন্টাইনের নিয়ম শিথিলের জন্য। ব্রিসবেনে যদি শেষ টেস্ট করতে হয়, তাহলে ভারতীয় দলের জন্য কোয়ারেন্টাইনের কঠোর নিয়ম রাখলে চলবে না। যে চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, সেখানে কোথাও দুইবার কঠোর কোয়রান্টিনের কথা বলা ছিল না।'

সেই কর্মকর্তা আরও বলেন, 'বিসিসিআই পরিষ্কার ভাবে সিএ-কে বলেছে, তারা তারা কোয়ারেন্টাইনের নিয়ম শিথিল করছে, এটা যেন লিখিত ভাবে জানায়। সংযুক্ত আরব আমিরাত থেকে ভারতীয় দল সিডনিতে পৌঁছনোর পর যখন কঠোর কোয়ারেন্টাইনে ছিল, তখন হোটেলের সব তলায় পুলিশ মোতায়েন করা হয়েছিল। আশা করছি, ব্রিসবেনে ভারতীয় দল পৌঁছনোর পরে সেরকম কিছু হবে না। আইপিএলে যেরকম জৈব সুরক্ষা বলয় ছিল, আমরা সেরকমটাই চাইছি।'

কুইন্সল্যান্ড কর্তৃপক্ষ যদি কোয়ারেন্টাইন নীতি শিথিল না করে তবে সিডনিতে চতুর্থ টেস্ট খেলতে আগ্রহী ভারত। তবে অস্ট্রেলিয়া বিষয়টি কিভাবে দেখছে সেটাই দেখার বিষয়। ভারতীয় ক্রিকেট বোর্ড এখন ক্রিকেট অস্ট্রেলিয়ার উত্তরের অপেক্ষায়।