আইপিএল

যাদবকে ছেড়ে দিচ্ছে চেন্নাই

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:42 বৃহস্পতিবার, 07 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আরব আমিরাতের মাটিতে ক'দিন আগেই সফল ভাবে আয়োজিত হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ১৩তম আসর। কয়ের মাসের ব্যবধানে আবারো মাঠে গড়াচ্ছে টুর্নামেন্টের ১৪ তম আসর। একে সামনে রেখেই অন্যান্য দলগুলোর মতো চেন্নাই সুপার কিংসও নিজেদের পরিকল্পনা ঢেলে সাজাচ্ছে। এরই অংশ হিসেবে তারা ছেড়ে দিচ্ছে অভিজ্ঞ ব্যাটসম্যান কেদার যাদবকে।

বড় আশা নিয়ে ২০১৮ সালের আসরের আগে ৭.৮ কোটি রুপির বিনিময়ে মহেন্দ্র সিং ধোনির সতীর্থ হিসেবে দলে ভেড়ানো হয় যাদবকে। প্রথম আসরে ইনজুরির কারণে মাঠে নেমেছিলেন সাকল্যে ১ ম্যাচ। পরের আসরে কিছুটা ভালো করলেও হতাশ করেন সর্বশেষ আসরে।  এমনকি ২০২০ সালের আসরের মধ্যভাগে এসে মলিন পারফরম্যান্সের কারণে একাদশ থেকে নিজের জায়গাও হারান এই ডানহাতি। তার আগের ৮ ম্যাচে যাদবের ব্যাট থেকে এসেছিলো মাত্র ৬২ রান। 

যাদবের মতই সর্বশেষ আসরে ভুলে যাওয়ার মত একটি মৌসুম কাটিয়েছে তাঁর দল। প্রথমবারের মত টুর্নামেন্টের সেরা ৪ এ জায়গা করে নিতে ব্যর্থ হয়েছে তিন বারের চ্যাম্পিয়ন চেন্নাইকে। আর এতেই নড়ে চড়ে বসেছে দলটির নীতি নির্ধারকরা। নতুন পরিকল্পনার অংশ হিসেবেই বুড়িয়ে যাওয়া কিছু খেলোয়াড়কে ছেড়ে দিয়ে তরুণদের উপরে বিনোয়োগে আগ্রহী দলটি।

নতুন এই পরিকল্পনার অংশ হিসেবেই পরের আসরে চেন্নাই দলে থাকা হচ্ছেনা যাদবের তা নিশ্চিত করেছেন দলটির বিশ্বস্ত একটি সূত্র। এই প্রসঙ্গে তিনি বলেছেন, 'যাদব সর্বশেষ আসরে তার সেরা ফর্মে ছিলেন না। তার ফিটনেস নিয়েও সে নিজের সঙ্গে লড়াই চালাচ্ছে। যাদবকে ছাড়াই ২০২১ আসরের দিকে পরিকল্পনা সাজাচ্ছে দল।'

'তার (যাদব) পরিবর্তে ভবিষ্যতের কথা মাথায় তরুণদের উপরে বিনিয়োগ করতে আগ্রহী দল। কঠিন হলেও এটিকেই টিম ম্যানেজমেন্ট বুদ্ধিমান সিদ্ধান্ত ভাবছে,'তিনি আরো যোগ করেন।

হলুদ তাঁবুতে যোগ দেয়ার পর থেকেই নিজেকে হারিয়ে খুঁজছিলেন যাদব। আইপিএল অগ্রযাত্রায় তাঁর স্ট্রাইক রেট যেখানে ১২৪.১৫ সেখানে হলুদ জার্সি গায়ে সেটি ৯৪.৮৯। দলের পক্ষে ২৩ ম্যাচে মাঠে নেমে হাফ সেঞ্চুরির দেখাও পেয়েছেন মাত্র একবার।

আইপিএল পরিচালনা পর্ষদের এক ভার্চুয়াল সম্মেলনে ১১ ফেব্রুয়ারিকে নিলামের তারিখ নির্ধারণ করা হয়েছে। এ বলা হয়েছে আগামী ২০ জানুয়ারির মধ্যে রেখে দেয়া এবং ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা জমা দিতে বলা হয়েছে। কিন্তু নিজের মলিন পারফরম্যান্সের কারণে তালিকা প্রকাশের অনেক আগেই নির্ধারিত হয়ে গিয়েছে যাদবের নিজের ভবিষ্যত।