আইপিএল

ভারতীয় ক্রিকেটারের কাছে 'ভেতরের খবর' জানতে চেয়েছিলেন নার্স!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:31 মঙ্গলবার, 05 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আরব আমিরাতের মাটিতে সফলভাবে আয়োজন শেষ হয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল)। এই আসরেও জুয়াড়িদের ছায়া পড়েছিল! দিল্লির এক নার্স সামাজিক যোগাযোগমাধ্যমে দলের গোপন কথা জানতে চেয়েছিলেন এক ক্রিকেটারের কাছে। সেই নার্স আইপিএলে বাজির সঙ্গে জড়িত ছিলেন বলে জানা গেছে।

দক্ষিণ দিল্লির এক হাসপাতালের সেবিকা হিসেবে নিযুক্ত আছেন সেই নারী। আইপিএলের মাঝপথে গত ৩০ সেপ্টেম্বর এক ক্রিকেটারকে তিনি দলের ভেতরের খবর জানতে চেয়ে বার্তা পাঠিয়েছিলেন। সেই ক্রিকেটার দ্রুতই এই বিষয়টি জানিয়েছিলেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখাকে।

ভারতীয় গণমাধ্যমের সূত্রে জানা গেছে, সেই নার্সের সঙ্গে আগেই আলাপ ছিল সেই ক্রিকেটারের। সেই আলাপের সূত্রেই সেই নারী জানিয়েছিলেন তিনি একটি বেসরকারি হাসপাতালের চিকিৎসক। করোনা ভাইরাসের সময় সেই ক্রিকেটারও সেই তরুণী ডাক্তারের শরণাপন্ন হন সংক্রমণমুক্ত হতে।

এই বিষয়ে সংবাদমাধ্যমকে বিস্তারিত জানিয়েছেন বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখার প্রধান অজিত সিং। তিনি বলেছেন, 'আইপিএলের সময়েই সেই ক্রিকেটার আমাদের কাছে রিপোর্ট করেছিলেন। আমরা পুরোপুরি তদন্ত করেছি। যিনি বেটিং করছিলেন তিনি অপেশাদার। তাঁর সঙ্গে কোনো বেটিং সিন্ডিকেটের কোনো যোগাযোগ নেই। তাই তদন্ত ইতিমধ্যেই ক্লোজ করে দেওয়া হয়েছে।'

সেই ক্রিকেটার অবশ্য জানিয়েছেন, অভিযুক্ত নারীর সঙ্গে তিনি কখনও ব্যক্তিগতভাবে সাক্ষাত করেননি। অনলাইনেই তাদের কথোপকথন চলতো। সেখানেই সেই নারী দলের ভেতরের খবর জানতে চান ক্রিকেটারের কাছে। এরপর সেই ক্রিকেটার রাগের ইমোজি দেন এবং জানান এই বিষয়টি তিনি পুলিশকে জানাবেন।

এরপর সেই নারী কান্নার ইমোজি পোস্ট করেন। জানান, তিনি পুরো মেসেজ থ্রেড ডিলিট করে দেবেন। কাউকে জানাবেন না ক্রিকেটারের সঙ্গে তাঁর কথা হয়েছে। যদিও সেই ক্রিকেটার পুরো বিষয়টিই বিসিসিআইয়ের দুর্নীতি দমন শাখাকে জানিয়েছিলেন।