বাংলাদেশ ক্রিকেট

ব্যাটসম্যানদের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করাটা এখন ট্রেন্ড : তামিম

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:49 মঙ্গলবার, 05 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ব্যাটসম্যান হিসেবে দেশের ক্রিকেটের বেশিরভাগ রেকর্ডই তামিম ইকবালের ঝুঁলিতে। হোক সেটা সর্বোচ্চ সেঞ্চুরি, সর্বোচ্চ হাফ সেঞ্চুরি কিংবা তিন ফরম্যাট মিলিয়ে সর্বোচ্চ রান, প্রায় সবগুলো রেকর্ডই তাঁর দখলে। ব্যাটে রান পেলেও সাম্প্রতিক সময়ে প্রশ্ন উঠছে তাঁর ব্যাটিংয়ের ধরন ও স্ট্রাইক রেট নিয়ে।

সমালোচনায় পরার পাশাপাশি সম্প্রতি বেশ কয়েকটি সংবাদ সম্মেলনে স্ট্রাইক রেট নিয়ে প্রশ্নের মুখে পড়েছিলেন তিনি। যদিও তামিম এ নিয়ে খুব বেশি উদ্বিগ্ন নন। ক্রিকেটভিত্তিক ওয়েবসাইট ক্রিকবাজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ব্যাটসম্যানের স্ট্রাইক রেট নিয়ে প্রশ্ন করাটা এখন ট্রেন্ডে পরিণত হয়েছে।

তামিম বলেন, 'স্ট্রাইকরেটের ব্যাপারে প্রশ্ন করা এখন ট্রেন্ড (রীতি) হয়ে গেছে। আগামীকাল হয়তো আরেকটা নতুন ট্রেন্ড দাঁড়িয়ে যাবে। আপনি ১০ বছর পেছনে ফিরলে দেখবেন তখনও কোনো না কোনো ট্রেন্ড ঠিকই খুঁজে পাবেন। আগে যেমন ট্রেন্ড ছিল, কেউ বড় দলগুলোর বিপক্ষে ২-৩টা বড় ম্যাচ জেতালে বারবার বলা হতো, সে তো রক্ষণাত্মক অধিনায়ক। এখন বর্তমানের ট্রেন্ড হলো, যেকোনো ব্যাটসম্যানকে তার স্ট্রাইকরেট নিয়ে প্রশ্ন করা।’

তামিম অবশ্য মনে করছেন ১১০ স্ট্রাইক রেটে ব্যাট করায় যদি দল সুফল পায় তাহলে এই স্ট্রাইক রেট নিয়ে ব্যাটিং করতে সমস্যা নেই। তবে কখনও যদি মনে হয় তিনি ভুল কিছু করছেন তাহলে তিনি নিজেই সেটা মেনে নেবেন এবং সেটার পক্ষে যুক্তি দেয়া বাদ দেবেন।

এ প্রসঙ্গে তামিমের ভাষ্য, ‘দল যদি আমার স্ট্রাইকরেটে সুফল পায় তাহলে আমার কোনো মাথা ব্যথা নেই, সেটা হোক ১১০ কিংবা ১৫০। যখনই আমার মনে হবে যে, আমি ভুল কিছু করেছি বা আমার কারণে দলের সমস্যা হয়েছে, তাহলে সবার আগে সেটা আমিই মেনে নেব। কখনো এর পক্ষে যুক্তি দেবো না।’

তামিম অবশ্য মনে মনে করছেন আগের তুলনায় সাম্প্রতিক সময়ে টি-টোয়েন্টি ক্রিকেটে তাঁর অনেকটা উন্নতি হয়েছে। যদিও ওয়ানডে-টেস্টের তুলনায় টি-টোয়েন্টিতে অর্জনটা খুব বেশি নয় বলে মন্তব্য করেছেন বাঁহাতি এই ব্যাটসম্যান। এ প্রসঙ্গে তামিম বলেন, ‘টি-টোয়েন্টি ক্রিকেটে আমার মতে, অনেকটা উন্নতি হয়েছে। তবে আমি মনে করি ওয়ানডে ও টেস্টের তুলনায় টি-টোয়েন্টি ক্রিকেট সেভাবে তেমন কিছু অর্জন করতে পারিনি।’