ওমান ক্রিকেট

ওমানে হবে টেস্ট ম্যাচ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 11:35 মঙ্গলবার, 05 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ আয়োজনের জন্য ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বোচ্চ স্বীকৃতি পেয়েছে আল আমিরাত শহরের ওমান ক্রিকেট একাডেমি (ওসিএ) গ্রাউন্ড ১। ক্রিকেটের সবচেয়ে মর্যাদাপূর্ণ ফরম্যাট আয়োজনের অনুমোদিত ভেন্যু তালিকার সর্বশেষ সংযোজন এটি।

চলতি বছরের ফেব্রুয়ারিতে আফগানিস্তান ও জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ আয়োজনের মাধ্যমেই রাজসিক এই ফরম্যাট আয়োজনের অভিষেক হবে সুলতানি শাসনের এই দেশটির। সংযুক্ত আরব আমিরাতের পরে আইসিসির দ্বিতীয় সহযোগী দেশ হিসেবে টেস্ট ভেন্যুর মর্যাদা পেয়েছে ওমান।

আবুধাবির নিরপেক্ষ ভেন্যুতে আয়ারল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিক দেশ হিসেবে খেলার কথা ছিল আফগানিস্তানের। কিন্ত অতিথিরা ভেন্যুতে পৌঁছে গেলেও ভিসা জটিলতায় যাওয়া আটকে গিয়েছে স্বাগতিক খেলোয়াড়দের। আর এরপরেই সূচি ও ভেন্যু পরিবর্তন করে ম্যাচ সরিয়ে নেয়া হয় ওমানের আল আমিরাতে। একই সঙ্গে জিম্বাবুয়ের বিপক্ষের পূর্নাঙ্গ সিরিজের ভেন্যু হিসেবে বেছে নেয়া হয় এই ভেন্যুকে।

টেস্ট ম্যাচ আয়োজনের স্বীকৃতির জন্য আইসিসির বেঁধে দেয়া বেশ কিছু সুযোগসুবিধা ও শর্ত নিশ্চিত করতে হয়। সংস্থাটির প্রায় সব কর্মকর্তা ভেন্যু পরিদর্শন করে সন্তুষ্টি প্রকাশ করে স্বীকৃতি দিয়েছেন বলে জানান দেশটির জাতীয় দলের কোচ ও ক্রিকেটের প্রধান উন্নয়ন কর্মকর্তা দুলিপ মেন্ডিস।

এ প্রসঙ্গে তিনি বলেন, 'যেকোন ভেন্যুকে টেস্ট ও ওয়ানডে আয়োজনের অনুমতি দেয়ার পূর্বে আইসিসি সেটির পূর্নাঙ্গ বিশ্লেষণ করে। সৌভাগ্যক্রমে তার প্রায় সবগুলোই আমরা পূরণ করতে পেরেছি। ওমান ক্রিকেট একাডেমি একটি দুর্দান্ত কেন্দ্র যার সবকিছুই রয়েছে। প্রয়োজনীয় সকল সুবিধাই একই জায়গায় রয়েছে। আইসিসির অধিকাংশ কর্মকর্তার পরিদর্শন শেষে খুশি হয়েই স্বীকৃতি দিয়েছে। পংকজ খিমজিকে ধন্যবাদ জানাই কারণ সে আমাদের সুযোগ সুবিধা নিয়ে আইসিসির দৃষ্টি আকর্ষণের জন্য মুখ্য ভূমিকা পালন করেছে।'

টেস্ট ভেন্যুর মর্যাদা পাওয়ার পেছনের কারিগর হিসবে কাজ করছেন ওমান ক্রিকেটের চেয়ারম্যান কনক খিমজি। নিজের দেশে টেস্ট আয়োজনের স্বপ্ন পুরণে দীর্ঘ সময় ধরে পরিশ্রম করছেন এই কর্মকর্তা ও বোর্ডের পরিচালনা পর্ষদের সদস্যরা । আর এই মর্যাদা পেয়ে দেশের ক্রিকেট অঙ্গনের সকলেই আনন্দিত বলে জানান মেন্ডিস।

এ প্রসঙ্গে মেন্ডিস আরও বলেন, 'সালতানাত আন্তর্জাতিক টেস্ট, ওয়ানডে ও টি-টোয়েন্টি আয়োজনের স্বীকৃতি পাওয়ায় ওমান ক্রিকেট আনন্দিত। এই কৃতিত্ব অবশ্যই আমাদের চেয়ারম্যান কনক খিমজি ও পরিচালনা পর্ষদের সকলের যারা এত লম্বা সময় ধরে নির্দেশনা দিচ্ছেন। এই সম্মান ও স্বীকৃতির মাধ্যমে আমাদের চেয়ারম্যানের স্বপ্ন পূরণ হয়েছে। ওমানে তিন ফরম্যাটের ক্রিকেট আয়োজন হচ্ছে এটি তার স্বপ্ন ছিলো এবং তাকে ধন্যবাদ দেখাই এটি পূরণে আমাদের পথ দেখানোর জন্য।

পরিবর্তিত সূচি অনুযায়ী আল আমিরাতের নতুন এই ভেন্যুতে আফগানিস্তান ও আয়ারল্যান্ডের মধ্যকার প্রথম ওয়ানডে অনুষ্ঠিত হবে আগামী ২৬ জানুয়ারি। সিরিজের বাকি ম্যাচ দুইটি অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ জানুয়ারিতে। আর সূচি চূড়ান্ত না হলেও জিম্বাবুয়ের বিপক্ষের আফগানিস্তান স্বাগতিক হিসেবে লড়বে পরের মাসেই। সেই সিরিজে রয়েছে দুইটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ।