বাংলাদেশ ক্রিকেট

২০২৩ বিশ্বকাপের ভাবনাতেই তারুণ্য নির্ভর দল

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:41 সোমবার, 04 জানুয়ারি, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেস্পন্ডেন্ট ||

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ও টেস্ট সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ২০২৩ বিশ্বকাপের কথা মাথায় রেখে তরুণ্য নির্ভর দল ঘোষণা করেছেন বাংলাদেশ দলের নির্বাচকরা। দলে জায়গা হয়নি অভিজ্ঞ পেসার মাশরাফি বিন মুর্তজার।

প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন শরিফুল ইসলাম এবং পারভেজ হোসেন ইমন। ২০২৩ বিশ্বকাপের জন্য তরুণ ক্রিকেটারদের তৈরি করতেই মাশরাফিকে বাদ দেয়া হয়েছে এবং নতুন ক্রিকেটারদের সুযোগ দেয়া হয়েছে বলে জানিয়েছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘অবশ্যই ২০২৩ এর জন্য একটা ফোকাস আমরা রেখেছি। ২০২১ থেকেই কিন্তু প্রচুর ম্যাচ আছে আমাদের। টেস্ট ক্রিকেট বলেন, ওয়ানডে বলেন সবকিছু মিলিয়ে এজন্য টেস্ট আর ওয়ানডের দলটা একটু বড় করা হয়েছে। এই ফোকাসটা রেখেই কিন্তু টিম ম্যানেজম্যান্টের যে প্লান আছে এই প্লান অনুসারে আমরা এগোচ্ছি।’

মাশরাফিকে বাদ দেয়ার প্রসঙ্গে নান্নুর ভাষ্য, ‘কিন্তু এখানে অনেক কিছুই ইস্যু এসেছে। সবকিছু মিলিয়ে টিম ম্যানেজম্যান্ট আমাদেরকে অনেক কিছুর পরিকল্পনা দিয়েছে এবং আমরাও আমাদের পরিকল্পনা নিয়ে অনেক আলোচনা করেছি। যেটা বললাম যে সিদ্ধান্তটা অনেক আলোচনার পরেই সিদ্ধান্তের মাঝে এসেছি এবং বাংলাদেশের ক্রিকেটের জন্য আমরা আমাদের দেশের ক্রিকেটের কথা চিন্তা করে, আগামীতে এগিয়ে যাওয়ার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নিয়েছি।’

করোনার কারণে খেলা বন্ধ থাকায় প্রায় দশ মাস পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছে বাংলাদেশ। চলতি জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে এবং দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে টাইগাররা। ১০ মাস ক্রিকেট থেকে বাইরে থাকার কারণে অনেকটা পিছিয়ে গেছে বাংলাদেশ। তবে ক্যারিবিয়ানদের বিপক্ষে ভালো ক্রিকেট খেলে শুরু করতে চায় বাংলাদেশ।

এ প্রসঙ্গে নান্নু বলেন, ‘তরুণ ক্রিকেটারদের তো আমাদের জায়গা দিতে হবে। আমাদেরকে তো ওদেরও একটা সুযোগের জায়গা দিতে হবে। সুতরাং ২০২১ সালে আমরা নতুনভাবে শুরু করছি, ১০ মাস পরে সবাই কিন্তু নতুন করে শুরু করছে। ১০ মাসে কিন্তু অনেক পিছিয়ে গেছি এই মহামারীতে। সেই হিসেবে আমরা সবাই সম্মিলিতভাবেই সিদ্ধান্ত নিয়েছি, রিফ্রেশলি শুরু করছি ইনশাআল্লাহ। ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে ভালো ক্রিকেট শুরু করতে চাই।’