বাংলাদেশ স্কোয়াড

মাশরাফিকে বাদ দেয়া কঠিন সিদ্ধান্ত ছিল: নান্নু

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:20 সোমবার, 04 জানুয়ারি, 2021

|| ক্রিকফ্রেঞ্জি করেস্পন্ডেন্ট ||

সোমবার দুপুরে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য ২৪ সদস্যের ওয়ানডে ও ২০ সদস্যের টেস্ট দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে জায়গা হয়নি মাশরাফি বিন মুর্তজার। দল ঘোষণার পর প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন মাশরাফিকে বাদ দেয়া কঠিন ছিল তাদের জন্য।

করোনা মহামারীতে দেশের সব ধরনের খেলাধুলা বন্ধ হয়ে যাওয়ার আগে গত মার্চে জিম্বাবুয়ের বিপক্ষে তিনটি ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। সেই সিরিজেই ওয়ানডের অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ান মাশরাফি। যদিও আন্তর্জাতিক ক্রিকেট চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছিলেন তিনি। তবে বিসিবি এবার তাঁকে ছাড়াই দল ঘোষণা করেছে।

মাশরাফিকে বাদ দেয়া প্রসঙ্গে নান্নু বলেছেন, 'আমাদের শ্রদ্ধা ওর প্রতি আছেই এবং আমাদের দেশের জন্য অনেক কিছু দিয়েছে। এটা একটা কঠিন সিদ্ধান্ত ছিল। তাহলেও বাস্তবতা আমাদের মানতেই হবে। সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা সবাই সম্মিলিত ভাবে এই সিদ্ধান্ত নিয়েছি। মাশরাফিকে বাদ দিতে হয়েছে। সেই হিসেবে আমি মনে করি যে নতুন ভাবে শুরু করছি আমরা। ওর জায়গায় যেই খেলবে অর জন্য অবশ্যই এটা অনেক বড় সুযোগ।'

দল ঘোষণার আগে মাশরাফির সঙ্গে এ প্রসঙ্গে আলোচনা হয়েছে বলেও জানিয়েছেন নান্নু। তিনি বলেন, 'আমি কথা বলেছি তার সঙ্গে। ওর সঙ্গে বিস্তারিত আলোচনা করেছি। আমার যতটুকু মনে আছে ওকে আমি বলে দিয়েছি। ওর সঙ্গে আমার আলোচনা হয়েছে আপনাদের সঙ্গে তো বলতে পারবো না। আমরা সঙ্গে ভালোই কথা হয়েছে। মিস আন্ডারস্ট্যান্ডিং হয়নি।'

বাংলাদেশ সিরিজকে সামনে রেখে আগামী ১০ জানুয়ারি ঢাকায় পা রাখার কথা ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দলের। সিরিজ চলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। ২০ জানুয়ারি ঢাকায় শুরু হবে ওয়ানডে সিরিজ। এরপর সিরিজের তৃতীয় ওয়ানডে হবে চট্টগ্রামে। ৩ ফেব্রুয়ারি শুরু হবে দুই দলের টেস্ট সিরিজ। ১১ ফেব্রুয়ারি শুরু হবে দুই দলের শেষ টেস্ট।