আফগানিস্তান-আয়ারল্যান্ড সিরিজ

আফগানিস্তানের দল ঘোষণা

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট

ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট
প্রকাশের তারিখ: 13:57 রবিবার, 03 জানুয়ারি, 2021

|| ডেস্ক রিপোর্ট ||

ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) সর্বকনিষ্ঠ দুই পূর্ণ সদস্য দেশ আফগানিস্তান ও আয়ারল্যান্ড। করোনা মহামারীকালীন স্থবিরতা কাটিয়ে আন্তর্জাতিক অঙ্গনে ফিরেছে দেশ দুটি। দ্বিপাক্ষীয় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য স্বাগতিক দল হিসেবে অভিজ্ঞ ও তারুণ্যের মিশেলে গড়া ১৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে আফগানিস্তান।

অভিজ্ঞ আসগর আফগানের কাঁধে দেয়া হয়েছে অধিনায়কত্বের ব্যাটন। তাঁর সহকারী হিসেবে থাকছেন স্পিন জাদুকর রশিদ খান। অভিজ্ঞ উইকেটরক্ষক মোহাম্মদ শেহজাদের জায়গা হয়নি স্কোয়াডে। একই সঙ্গে নেই বিশ্বকাপ একাদশে থাকা ইকরাম আলী খিলও। গ্লাভস হাতে দেখা যাবে ২০২০ বাংলাদেশ প্রিমিয়ার লিগে খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতানো রহমানুল্লাহ গুরবাজকে।

আফগান ১৬ সদস্যের স্কোয়াডে নতুন মুখ আজমতুল্লাহ ওমরজাই। এছাড়াও প্রায় তিন বছর পর দলে সুযোগ পেয়েছেন অভিজ্ঞ ব্যাটসম্যান উসমান গণি। তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে সম্ভাব্য সেরা দলই ঘোষণা করা হয়েছে বলে মত আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ক্রিকেট পরিচালক রইস আহমেদজাইয়ের। এ প্রসঙ্গে তিনি বলেন 'আমরা যথাসাধ্য সেরা স্কোয়াড নির্বাচন করার চেষ্টা করেছি। যেহেতু আমরা অভিজ্ঞদের সঙ্গে কিছু তরুণকেও অন্তর্ভুক্ত করেছি তাই দলটি খুবই ভারসাম্যপূর্ণ হয়েছে।'

বিগত সময়ে আফগানিস্তান তাদের দ্বিপাক্ষিক সিরিজগুলো ভারতের দেরাদুনে খেলে থাকত। কিন্তু দেশটির করোনা পরিস্থিতির কারণে সিরিজ সরিয়ে সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবীর শেখ জায়েদ আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আয়োজনের কথা ছিল। আয়ারল্যান্ড ইতিমধ্যে মরুর দেশটিতে পৌছালেও ভিসা জটিলতায় পৌছাতে পারেনি আফগানিস্তান। যে কারণে এই ৩ ম্যাচের ওয়ানডে সিরিজটি আবুধাবি থেকে সরিয়ে ওমানে আয়োজনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

আইসিসি ওয়ানডে লিগের অন্তর্ভূক্ত এই সিরিজটি দুই দেশের জন্যই খুবই গুরুত্বপূর্ণ। কারণ ২০২৩ সালের বিশ্বকাপে সরাসরি অংশগ্রহণ করার সুযোগ পাবে এই লিগের প্রথম ১০ টি দল। আর ওয়ানডে লিগের অন্তর্ভুক্ত প্রত্যেক ম্যাচে জয়ী দল পাবে ১০ পয়েন্ট। ওমানে আগামী ১৮, ২১ ও ২৩ জানুয়ারি মুখোমুখি হবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড।

আফগানিস্তান স্কোয়াডঃ আসগর আফগান (অধিনায়ক), রহমত শাহ, নাভিন-উল-হক, হাশমত শহীদী, ইয়ামিন আহমদজাই, ওসমান গনি, আজমতউল্লাহ ওমরজাই, রহমানুল্লাহ গুরবাজ, সৈয়দ আহমদ শেরজাদ, নাজিব জাদরান, জাভেদ আহমদী, রশিদ খান (সহ-অধিনায়ক), মোহাম্মদ নবী, গুলবাদিন নায়েব, মুজিব-উর- রহমান ও শরাফউদ্দিন আশরাফ