দশকসেরা

ওয়ানডের দশকসেরা কোহলি, টেস্টে স্মিথ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:15 সোমবার, 28 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ক্রিকেটের ভিন্ন ভিন্ন ফরম্যাটে দশকসেরা ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি)। যেখানে ওয়ানডের দশকসেরা ক্রিকেটারের পুরস্কার জিতেছেন বিরাট কোহলি। সেই সঙ্গে গ্যারি সোবার্স অ্যাওয়ার্ডও জিতেছেন ভারতের এই অধিনায়ক।

এ ছাড়া টেস্টে স্টিভেন স্মিথ এবং টি-টোয়েন্টিতে এই পুরস্কার জিতেছেন রশিদ খান। ২০১১ সালের ১ জানুয়ারি থেকে ২ অক্টোবর ২০২০ এই এক দশকের ক্রিকেটারদের মধ্যে থেকেই সেরা একাদশ বেছে নিয়েছে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি।

গত দশকে ব্যাটিংয়ে দারুণ সময় পার করেছেন কোহলি। ওই সময়টায় একমাত্র ক্রিকেটার হিসেবে ১০ হাজার রান করেছেন সময়ের অন্যতম সেরা এই ক্রিকেটার। এ ছাড়া ৬১.৮৩ গড়ে ব্যাট করা ডানহাতি এই ব্যাটসম্যান ৪৮ হাফ সেঞ্চুরির সঙ্গে ৩৯টি সেঞ্চুরি করেছেন।

টেস্টে ক্রিকেটে ধারাবাহিকভাবে পারফরম্যান্সের ফলস্বরূপ আইসিসির দশকসেরা টেস্ট ক্রিকেটারের পুরস্কার জিতেছেন স্মিথ। এই সময়ে ৬৫.৭৯ গড়ে ৭০৪০ রান করেছেন ডানহাতি এই ব্যাটসম্যান। গত দশকে ২৬ সেঞ্চুরির পাশাপাশি ২৮টি হাফ সেঞ্চুরি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক এই অধিনায়ক।

গত দশকের অর্ধেক সময় ক্রিকেট না খেললেও দশকসেরা টি-টোয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছেন রশিদ। এই সময়টাতে ১২.৬২ গড়ে নিয়েছেন ৮৯টি উইকেট। যেখানে তিনবার নিয়েছেন চার উইকেট এবং দুইবার ৫ উইকেট।

আইসিসির স্পিরিটি অব ক্রিকেট অ্যাওয়ার্ড জিতেছেন ভারতের সাবেক অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনি। ২০১১ সালে নটিংহ্যাম টেস্টে উদ্ভট রান আউট হয়ে ফিরে যাচ্ছিলেন ইয়ান বেল। পরবর্তীতে এই ইংলিশ ক্রিকেটারকে আবারও ব্যাট করতে দেয়ার সুযোগ দিতে সমর্থন করেছিলেন সাবেক এই উইকেটরক্ষক ব্যাটসম্যান।

মেয়েদের দশকসেরা নারী ওয়ানডে এবং টি-টোয়েন্টি ক্রিকেটারের অ্যাওয়ার্ড পেয়েছেন অস্ট্রেলিয়ার অ্যালিসা পেরি। সেই সঙ্গে দশকসেরা নারী ক্রিকেটারেরও জিতেছেন এই অজি অলরাউন্ডার।