পাকিস্তান ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও খেলা হচ্ছে না শাদাবের!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:09 সোমবার, 28 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আগামী জানুয়ারিতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ খেলার কথা রয়েছে পাকিস্তানের। আসন্ন ওই সিরিজে খেলা নিয়ে অনিশ্চিয়তা তৈরি হয়েছে শাদাব খানের। কারণ নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় টি-টোয়েন্টিতে ইজুরিতে পড়েছেন এই অলরাউন্ডার। সেই ইনজুরিতে ছিটকে গিয়েছেন ৬ সপ্তাহের জন্য।

শনিবার (২৬ ডিসেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি জানিয়েছে, ৬ সপ্তাহ পর ইনজুরি থেকে সেরে উঠলেই কেবল প্রতিযোগীতামূলক ক্রিকেট ফিরতে পারবেন তিনি।

ইতোমধ্যে উরুর ইনজুরির কারণে প্রথম টেস্ট থেকে ছিটকে গিয়েছেন পাকিস্তানের এই অলরাউন্ডার। তাঁর বদলি হিসেবে প্রথম টেস্টে দলে জায়গা পেয়েছেন বাঁহাতি স্পিনার জাফর গহর। দলের স্পিন শক্তি বাড়াতেই গহরকে দলে অন্তর্ভুক্ত করেছে (পিসিবি)

২০১৯-২০ মৌসুমে কায়েদ এ আজম ট্রফিতে ৩৮ উইকেট নিয়ে তৃতীয় সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন গহর। আর ২০২০-২১ মৌসুমে ৮ উইকেট নিয়েছেন ২৫ বছর বয়সি এই স্পিনার।

৬ সপ্তাহ পর সেরে উঠলেও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে না খেলার সম্ভবনাই বেশি শাদাবের। কারণ দেশে ফেরার পর তাঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হতে পারে। তাতে হিসেব করলে তাঁর সেরে উঠতে পেরিয়ে যেতে পারে দক্ষিণ আফ্রিকা সিরিজ। ২৬ জানুয়ারি শুরু হবে এই দুই দলের লড়াই, যা শেষ হবে ১৪ ফেব্রুয়ারি।

এর আগে আঙ্গুলের চোট থেকে সেরে না ওঠায় মাউন্ট ম্যাঙ্গানুই টেস্ট থেকে ছিটকে গেছেন দলটির নিয়মিত অধিনায়ক বাবর আজম। ইনজুরির কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা হয়নি তাঁর। বাবর ছাড়াও ইমাম উল হককেও সিরিজের প্রথম টেস্টে পাচ্ছে না পাকিস্তান। বাঁহাতি এই ওপেনারও আঙ্গুলের চোটে ভুগছেন।