নতুন মৌসুমে পুরোনো দলে ফিরছেন মুজিব

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:22 শুক্রবার, 25 ডিসেম্বর, 2020

|| ডেক রিপোর্ট ||

নতুন মৌসুমে পুরোনো দলে ফিরছেন মুজিব উর রহমান। ২০২১ টি-টোয়েন্টি ব্লাস্টে মিডেলসেক্সের হয়ে খেলবেন এই আফগান স্পিনার। বৃহস্পতিবার তার সঙ্গে পুনরায় চুক্তি স্বাক্ষর করেছে দলটি। 

এর আগে ২০১৯ মৌসুমে মিডেলসেক্সের হয়ে খেলেছিলেন মুজিব। যেখানে ১০ ম্যাচে ৭ উইকেট নিয়েছিলেন ৭.২৩ ইকোনমিতে। শিরোপা জিততে না পারলেও সেবার গ্রুপ পর্ব পার করেছিল মিডেলসেক্স।

আগামী বছর এই টুর্নামেন্টের গ্রুপ পর্বের ম্যাচগুলোতে মুজিবকে পাবে মিডেলসেক্স। তবে নকআউটে জায়গা করে নিলেও এই স্পিনারকে পাবে দলটি। এর আগে ২০১৮ মৌসুমে হ্যাম্পশায়ারের হয়েও ইংলিশ কাউন্টিতে খেলেছিলেন মুজিব।

মিডেলসেক্সে খেলা প্রসঙ্গে মুজিব বলেন, '২০১৯ সালে আমি মিডেলসেক্সে খেলেছি। খুবই উপভোগ্য একটি মৌসুম ছিল। আমি আনন্দিত আবারও এই দলের খেলব। বিশেষ করে লর্ডসে খেলা একটা সম্মানের ব্যাপার। আশা করছি সেরা দিয়েই দলকে ভালো কিছু উপহার দিতে পারব।'

দলটির কোচ স্টুয়ার্ট ল বলেন, 'মুজিবকে আবারও পেয়ে আমরা বেশ আনন্দিত। সে টি-টোয়েন্টি ফরম্যাটে দ্বিতীয় সেরা বোলার। এক নম্বরে তো তারই স্বদেশী রশিদ খান। মুজিব থাকায় আমাদের বোলিং বিভাগে ভারসাম্য আসবে।' 

আইসিসির টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ে বোলারদের তালিকায় দ্বিতীয় স্থানে আছেন মুজিব। এক নম্বরে অবস্থান করছেন তারই স্বদেশী রশিদ খান। ১৯ বছর বয়সেই টি-টোয়েন্টির ফেরিওয়ালা বনে গেছেন আফগান এই মিস্ট্রি স্পিনার।

আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাব, বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স, সিপিএলে জামাইকা তালাহওয়াশের হয়েও খেলেছেন মুজিব। এছাড়া চলতি বিগ ব্যাশের মৌসুমেও ব্রিসবেন হিটের হয়ে খেলছেন ১৯ বছর বয়সী এই স্পিনার।