বিগ ব্যাশ

বিগ ব্যাশে ক্রিকেটারদের চুল কাটায় নিষেধাজ্ঞা!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:01 বৃহস্পতিবার, 24 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়ান্টি আসর বিগ ব্যাশে ক্রিকেটারদের চুল কাটার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। মূলত করোনা পরিস্থিতির কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা।

সিডনিতে প্রতিনিয়তই বাড়ছে করোনায় সংক্রমণ। তাই বেশ কিছু নিয়ম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া। সেই সঙ্গে ক্রিকেটারদের স্বাস্থ্য সুরক্ষার জন্য আরও কঠোর হচ্ছে তারা।

এসব কারণেই সিডনি থেকে মেলবোর্নে পৌঁছে বক্সিং ডে টেস্টে খেলা হচ্ছে না দুই অজি ক্রিকেটার ডেভিড ওয়ার্নারর এবং শন অ্যাবোটের।

সিডনির এক সংবাদপত্রে বলা হয়েছে, ‘বিগ ব্যাসের জন্য করোনা নিয়ম আরও কঠোর করা হচ্ছে। নিউ সাউথ ওয়েলসে বেড়ে যাওয়া করোনা সংক্রমণ যে কঠিন পরিস্থিতি তৈরি করেছে, তার মধ্যেই সব রকম সতর্কতা নিয়ে ঘরোয়া লিগের খেলা চালিয়ে যাওয়া হবে।'

করোনা নিয়ন্ত্রণের জন্য এবার আদেশ জারি করা হয়েছে বিগ ব্যাশের ক্রিকেটাররা বাইরে চুল কাটাতে যেতে পারবেন না। সেই সঙ্গে বাইরে থেকে খাবার আনালে সেই খাবার জার্সি পরে আনতেও যেতে পারবেন না ক্রিকেটাররা।

অস্ট্রেলিয়ার এক শীর্ষ স্থানীয় সংবাদমাধ্যম বলেছে, ‘বাইরের খাবার তারা নিতে পারবে যদি আগে থেকে অর্ডার দেওয়া থাকে, তবে দলের জার্সি পরে যেতে পারবে না সেটা আনতে।'