আইপিএল

দুঃসময়ে রায়নার খুশির খবর

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:27 বৃহস্পতিবার, 24 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সম্প্রতি কোভিড-১৯ ভঙের দায়ে মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হয়েছিলেন সুরেশ রায়না। যদিও মুচলেকা দিয়ে জামিনে ছাড়া পেয়েছেন তিনি। নিজের এমন খারাপ সময়ে সুসংবাদ পেলেন ভারতের সাবেক এই ক্রিকেটার। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) পরবর্তী আসরে চেন্নাই সুপার কিংসের হয়ে খেলবেন বলে জানিয়েছেন দলটির এক কর্মকর্তা।

আইপিএলের ১৩তম আসর শুরুর আগে মহেন্দ্র সিং ধোনির সঙ্গে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায়ে জানিয়েছিলেন রায়না। এরপর আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমালেও খেলা হয়নি তাঁর। টুর্নামেন্ট শুরুর আগে পারিবারিক কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন বাঁহাতি এই ব্যাটসম্যান।

গেল আসরে রায়নার ঘাটতি পুষিয়ে ওঠতে পারেনি তিনবারের শিরোপাজয়ীরা। যে কারণে তীব্র ক্ষোপে টুর্নামেন্ট চলাকালীনই চেন্নাইয়ের ওয়েবসাইট থেকে তাঁর নাম মুছে ফেলা হয়েছিল। তাতে সমর্থকরা ভেবে নিয়েছিলেন যে, রায়নাকে আর হয়তো চেন্নাইয়ের জার্সিতে দেখা যাবে না।

সমর্থকদের এমন ভাবনায় জল ঢেলে নিয়েছেন চেন্নাইয়ের এক কর্মকর্তা। সম্প্রতি মুম্বাই মিররের সঙ্গে ওই কর্মকর্তা জানান, রায়না চেন্নাইয়ের সঙ্গে আছেন এবং পরবর্তী আসরে দলটির হয়েই খেলবেন।

এ প্রসঙ্গে ওই কর্মকর্তা বলেন, ‘আগামী আসরে সে আমাদের সঙ্গেই থাকবে। তাকে সরিয়ে দেয়ার কোনো ভাবনা নেই।’

আইপিএলের সর্বশেষ আসরে নিজেদের প্রত্যাশানুযায়ী পারফর্ম করতে পারেনি চেন্নাই। পয়েন্ট টেবিলের তলানিতে থেকে প্রথমবারের মতো প্লে খেলতে পারেনি দলটি। রায়নাকে দলে ফেরানোটা হয়তো কিছুটা হলেও স্বস্তি দেবে চেন্নাইকে।