জিম্বাবুয়ে ক্রিকেট

ব্যস্ত সূচি অপেক্ষা করছে জিম্বাবুয়ের সামনে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:36 বুধবার, 23 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনা ভাইরাসের থাবা অন্য সব দেশের মত পড়েছিলো জিম্বাবুয়েতেও। করোনাকালীন সময়ে রঙ্গিন পোশাকে আন্তর্জাতিক অঙ্গনে ফিরলেও ফেরা হয়নি সাদা পোশাকে। যদিও জানুয়ারির শেষ সপ্তাহে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট সিরিজ দিয়েই স্থবিরতা কাটিয়ে তাঁরা আবারো ফিরছে।

প্রথমবারের মতো টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে খেলে বছর শুরুর কথা ছিলো আফগানিস্তানের।  ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভবিষ্যত সফর পরিকল্পনা (এফটিপি) অনুযায়ী সিরিজটি ২০২১ সালের ফেব্রুয়ারি-মার্চ মাসে ভারতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। কিন্তু আন্তর্জাতিক ক্রিকেটের লম্বা বিরতির ধাক্কা কাটিয়ে উঠতেই দুই বোর্ডের সম্মতীতে এক মাস এগিয়ে আনা হয়েছে সিরিজটি।

করোনা পরিস্থিতি বিবেবচনায় সিরিজটি অনুষ্ঠিত হতে পারে আবুধাবিতে কিংবা জিম্বাবুয়েতেই। অপরদিকে ২০২১ এর শেষভাগে আফগানিস্তানকে আতিথ্য দেয়ার কথা রয়েছে জিম্বাবুয়ের। দুই বোর্ডের সম্মতীতে জিম্বাবুয়ে এবারের সিরিজ আয়োজন করলে, বছরের শেষভাগে তাঁরা ভারতে খেলতে যাবে। কারণ আফগানিস্তান এখনো পর্যন্ত তাঁদের ঘরের মাঠ হিসেবে ভারতের দেরাদুন ও গ্রেটার নয়দা কে ব্যবহার করছে।

অস্ট্রেলিয়ার মাটিতে দ্বিপাক্ষীয় সিরিজ খেলার অপেক্ষা আবারো অনির্দিষ্টকালের জন্য বেড়েছে জিম্বাবুয়ের। দুই বোর্ডের সম্মতীতেই পেছানো হয়েছে বহুল প্রত্যাশীত সিরিজটি। এরই সঙ্গে ঘরের মাঠে ভারত ও আয়ারল্যান্ডের বিপক্ষের সিরিজও গিয়েছে করোনার মহামারীর পেটে।

নতুন বছর অবশ্য দারুণ ব্যস্ততার মধ্যে কাটবে রোডেশিয়ানদের। ঘরের মাঠে আফগানিস্তান, বাংলাদেশ ও পাকিস্তানের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজ রয়েছে তাদের সূচিতে। এছাড়াও এক টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি খেলতে আয়ারল্যান্ড সফর করবে তাঁরা। যদিও বছর শেষ করার কথা ছিলো ঘরের মাঠে আফগানিস্থানের বিপক্ষে খেলে। তবে পরিবর্তিত পরিস্থিতিতে সফরকারী দল হিসেবে আফগানিস্তানের বিপক্ষে খেলে বছর শেষ হতে পারে জিম্বাবুয়ে।

ইতোমধ্যেই জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) কাছে নতুন বছরে তাদের দেশে সফর করার জন্য অনুরোধ করা হয়েছে। একই সঙ্গে বছরে একটি ফাঁকা সময়ে নেদারল্যান্ডসে খেলতে যাওয়ার কথা রয়েছে তাঁদের। এই দুটি সূচি যদি চূড়ান্ত হয় তবে দারুণ ব্যস্ত একটি বছর অপেক্ষা করছে জিম্বাবুয়ের জন্য।

নতুন বছরের নতুন সব চ্যালেঞ্জ মোকাবিলায় ইতোমধ্যেই প্রস্তুত জিম্বাবুয়ে। আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দলের খেলোয়াড় বাছাই করতে ৪ থেকে ১১ জানুয়ারি পর্যন্ত ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে সেখানে। ইতোমধ্যেই ঘরোয়া প্রথম শ্রেণি মর্যাদার 'লোগান কাপ' জৈব সুরক্ষা বলয়ের মধ্যে শুরু হয়েছে দেশটিতে। বড়দিনের ছুটির আগে দুই রাউন্ড ইতোমধ্যেই শেষ হয়ে গেছে। পরের রাউন্ড শুরু হবে ১৫ জানুয়ারি থেকে।