বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ফিটনেসই বদলে দিয়েছে মুস্তাফিজকে

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:39 শুক্রবার, 18 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের টুর্নামেন্ট সেরা হয়েছেন মুস্তাফিজুর রহমান। সদ্য সমাপ্ত এই টুর্নামেন্টে বল হাতে ১০ ম্যাচে ২২ উইকেট নিয়েছেন তিনি।

যদিও উত্তেজনাপূর্ণ ফাইনালে জেমকন খুলনার বিপক্ষে ৫ রানে হেরে শিরোপার স্বপ্ন ফিকে হয়ে গেছে তাঁর দল গাজী গ্রুপ চট্টগ্রামের।

যদিও এই টুর্নামেন্টে কাটার আর স্লোয়ারে বাজিমাত করেছেন এই বাঁহাতি পেসার। টুর্নামেন্ট সেরার পুরষ্কার হাতে মুস্তাফিজ জানিয়েছেন, ফিটনেসের কারণেই এমন পারফরম্যান্স করা সম্ভব হয়েছে তাঁর।

এ প্রসঙ্গে মুস্তাফিজ বলেছেন, 'শুধু আমার কথা বলছি না। ব্যাটসম্যান বলেন বোলার বলেন সবাই ফিটনেস নিয়ে কাজ করেছে। করোনার এই ছয় মাস সবাই বসে ছিল। খেলা শুরু হওয়ার আগে সবাই যে কাজগুলো করেছে, ব্যাটসম্যান বলেন বোলার বলেন সবাই কাজগুলো করেছে।'

করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বাংলাদেশে প্রায় সাড়ে ৪ মাস বন্ধ ছিল ক্রিকেট। এই সময়ই নিজেকে ফিট রাখতে জিম আর রানিং চালিয়ে গেছেন মুস্তাফিজ। তারই সুফল পেলেন এই টুর্নামেন্ট।

এই পেসারের ভাষ্য, 'করোনার বিরতি হওয়ার পর আমি চিন্তা করেছি কি করলে আমি ফিট থাকবো। আমি জিম এবং রানিংয়ের চেষ্টা করেছি। এখন ভালো লাগছে।'