টি-টেন লিগ

ফ্লেমিংয়ের স্থলাভিষিক্ত অ্যান্ডি ফ্লাওয়ার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 18:38 বুধবার, 16 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দুবাই টি-টেন লিগে দিল্লি বুলসের প্রধান কোচের দায়িত্ব নিয়েছেন অ্যান্ডি ফ্লাওয়ার। এই টুর্নামেন্টের চতুর্থ আসরে ফ্লাওয়ারের অধীনেই মাঠে নামবে দলটি।

সাবেক এই জিম্বাবুইয়ান ক্রিকেটার স্থলাভিষিক্ত হয়েছেন স্টিফেন ফ্লেমিংয়ের। গত দুই বছর দিল্লির এই দলটির দায়িত্ব সামলেছেন সাবেক এই কিউই অধিনায়ক।

শুধু প্রধান কোচের পদই নয় কোচিং স্টাফেও বড় রদবদল এনেছে তারা। ফ্লাওয়ারের সহকারী হিসেবে আজহার মাহমুদ এবং জেমস ফস্টারের নাম ঘোষণা করেছে দলটি।

নতুন আসরকে সামনে রেখে আইকন ক্রিকেটার হিসেবে এবার তারা দলে ভিড়িয়েছে ক্যারিবীয় তারকা ডুয়াইন ব্রাভোকে। দলটির অধিনায়কেরও দায়িত্ব পালন করতে দেখা যাবে তাঁকে।

ব্রাভোর সঙ্গে দলটিতে খেলবেন আরেক ক্যারিবীয় ক্রিকেটার এভিন লুইস। গত আসরের পারফরম্যান্স দেখে তারা এবারের আসরেও রিটেইন করেছে ক্যারিবীয় ব্যাটসম্যান শেরফান রাদারফোর্ডকে।

সেই সঙ্গে যুক্তরাষ্ট্রের পেসার আলী খান, আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবী এবং শ্রীলঙ্কান গতি তারকা দুশমান্থ চামিরাকেও রেখে দিয়েছে।

আগামী ২৮ জানুয়ারি আট দল নিয়ে দুবাই টি-টেন লিগের চতুর্থ আসরের পর্দা উঠছে। সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে জায়েদ ক্রিকেট স্টেডিয়ামে। ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ৬ ফেব্রুয়ারি।