৩১৩ দিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 20:28 মঙ্গলবার, 15 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

অবশেষে আন্তর্জাতিক ক্রিকেট ফিরতে যাচ্ছে বাংলাদেশে। চূড়ান্ত হয়েছে ওয়েস্ট ইন্ডিজ দলের বাংলাদেশ সফরের সূচি। সবকিছু ঠিক থাকলে ৩১৩ দিন পর ওয়ানডে ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরবে টাইগাররা।

আগামী বছর জানুয়ারির ১০ তারিখ বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ৭দিনের কোয়ারেন্টাইন শেষে ১৮ জানুয়ারি বিকেএসপিতে একদিনের প্রস্তুতি ম্যাচ খেলবে সফরকারীরা।

৭দিনের কোয়ারেন্টাইনের মধ্যে ৩দিন হোটেল রুমেই থাকবে উইন্ডিজ দল। এরপর নিজেদের মধ্যে অনুশীলন শুরু করবেন জেসন হোল্ডার-শেই হোপরা।

ওয়ানডে সিরিজ শুরু হবে ২০ জানুয়ারি। যা অনুষ্ঠিত হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। একই ভেন্যুতে ২২ জানুয়ারি হবে সিরিজের দ্বিতীয় ওয়ানডে।

ঢাকায় ২ ওয়ানডের পর ২৫ জানুয়ারি শেষ ওয়ানডেটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। সীমিত ওভারের ম্যাচ শেষে এম এ আজিজ স্টেডিয়ামে ৪ দিনের প্রস্তুতি খেলবে উইন্ডিজ দল।

৩ ফেব্রুয়ারি জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে সিরিজের প্রথম টেস্ট। এরপর ঢাকায় ফিরে ১১-১৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। 

করোনা মহামারীতে দেশের ক্রিকেট বন্ধ হওয়ার আগে ১১ জানুয়ারি জিম্বাবুয়ের বিপক্ষে শেষ আন্তর্জাতিক ম্যাচ খেলেছিল বাংলাদেশ। এবার ৩১৩ দিনের বিরতির পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে যাচ্ছেন তামিম-মুশফিকরা।

বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি

১০ জানুয়ারি, ওয়েস্ট ইন্ডিজ দল আসবে
১৮ জানুয়ারি, একদিনের প্রস্তুতি ম্যাচ (বিকেএসপি)
২০ জানুয়ারি, প্রথম ওয়ানডে (ঢাকা)
২২ জানুয়ারি, দ্বিতীয় ওয়ানডে (ঢাকা)

২৫ জানুয়ারি, তৃতীয় ওয়ানডে (চট্টগ্রাম)
২৮-৩১ জানুয়ারি, ৪দিনের প্রস্তুতি ম্যাচ (চট্টগ্রাম)
৩-৭ ফেব্রুয়ারি, প্রথম টেস্ট (চট্টগ্রাম)
১১-১৫ ফেব্রুয়ারি, দ্বিতীয় টেস্ট (ঢাকা)