বিগব্যাশ

প্রথমবারের মতো 'এক্স ফ্যাক্টর' দেখলো বিগ ব্যাশ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:41 মঙ্গলবার, 15 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

আন্তর্জাতিক ক্রিকেটে এক সময় 'সুপার সাবের' নিয়ম ছিল। যদিও সেই পরীক্ষা নিরীক্ষা সফল হয়নি। তাই এই নিয়মটি একসময় বাতিল করে দেয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।

যদিও এবারের বিগ ব্যাশে নতুন মোড়কে সেই নিয়ম কার্যকর করা হয়েছে। প্রথম ইনিংসের ১০ ওভারের পর বদলি ক্রিকেটার নিতে পারবে দুই দলই। তবে সেই ক্রিকেটারকে দ্বাদশ বা ত্রয়োদশ খেলোয়াড় হতে হবে।

নিয়মটা কিছুটা জটিল, প্রথম ১০ ওভারের মধ্যে ব্যাটিং করেননি বা ১ ওভারের বেশি বল করেননি, এমন ক্রিকেটারের বদলি হিসেবেই নামানো যাবে।

কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লেও তাঁর বদলি হিসেবে ১০ ওভারের আগে কাউকে এক্স ফ্যাক্টর হিসেবে নামানো যাবে না। মঙ্গলবার হোবার্ট হ্যারিকেনস এবং অ্যাডিলেড স্ট্রাইকার্স দুই দলই 'এক্স ফ্যাক্টর' হিসেবে দুজন খেলোয়াড়কে খেলিয়েছে।

হ্যারিকেনস ১০ ওভারে ৭০ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলেছিল। এমন সময় একজন বাড়তি স্পিনারের শূন্যতা অনুভব করছিল অ্যাডিলেড।

ড্যানি ব্রিগস এক ওভারে ১৫ রান খরচ করেছিলেন। তাঁর এমন খরুচে বোলিংয়ের কারণে মাঠে নামানো হয় ম্যাথু শর্টকে। এরপর হ্যারিকেনস তারকা স্পিনার জোহান বোথার বদলি হিসেবে মাঠে নামায় ম্যাথু রাইটকে।

ব্যাটিংয়ে নেমে অবশ্য খুব বেশি সুবিধা করতে পারেননি তিনি। মাত্র ১৪ বলে ১৫ রান করে সাজঘরে ফেরেন তিনি। এই ম্যাচে ৫ উইকেটের জয় পেয়েছে অ্যাডিলেড স্ট্রাইকার্স।