বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

অনুশীলনের আগে বিজয়ের কান্না, এরপরই চোট!

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 21:29 শনিবার, 12 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডন্ট ||

বিসিবি প্রেসিডেন্টস কাপের পর বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ। দুই টুর্নামেন্টেই ব্যর্থতার পরিচয় দিয়েছেন এনামুল হক বিজয়। জেমকন খুলনার হয়ে ৪ ম্যাচে ৪১ রান করা এই ব্যাটসম্যান পরের ৪ ম্যাচে ছিলেন বেঞ্চে। দলটির প্লে-অফ নিশ্চিত হলেও একাদশে বিজয় থাকছেন না তা অনেকটাই নিশ্চিত।

এ কারণেই হয়তো শনিবার অনুশীলনে আসার পর শুরুতে নেটে ব্যাটিং করার সুযোগ পাননি বিজয়। আর এখানেই শুরু হয় ঘটনার সূত্রপাত। ব্যাটিংয়ের সুযোগ না পেয়ে কোচ মিজানুর রহমানের সঙ্গে বাক‌বিতণ্ডায় জড়ান তিনি। 

মিরপুরের একাডেমি মাঠে প্রায় ১০ মিনিটের মতো কোচের সঙ্গে বিজয়ের কথার যুদ্ধ চলে। সে সময় খুলনার কোচকে বিজয়ের কাঁধে হাত রেখে কিছুই বোঝাতেও দেখা গেছে। কিন্তু তিনি গ্লাভস, ব্যাট ছুড়েও ফেলেন বেশ কয়েকবার। হতাশ হয়ে একপর্যায়ে কেঁদেও ফেলেন।

এক পর্যায়ে খুলনার ম্যানেজার নাফিস ইকবাল এসে পরিস্থিতি সামাল দেন। দুজনকে আলাদা করে বিজয়কে ছাউনির নিচে নিয়ে যান। কোচ দূরে সরে গেলে নাফিসের সঙ্গেও নিজের হতাশার কথা বলতে শুরু করেন বিজয়।

এর মিনিট দশেক পর নেটে ব্যাট করার সুযোগ আসে খুলনার এই ব্যাটসম্যানের। কিন্তু সেখানেও যেন দুর্ভাগ্য পিছু ছাড়েনি বিজয়ের। পেসার খালেদ আহমেদের বল হাতে লাগে আঘাত পাওয়ার পর মাঠ ছাড়েন তিনি।

বিজয়ের বাজে ফর্মের কারণে খুলনার একাদশে নিয়মিত হয়েছেন জাকির হাসান এবং জহুরুল ইসলাম। এছাড়া ইমরুল কায়েসও আছেন দলটিতে। সাধারণত, নেট সেশনের শুরুতে পরের ম্যাচের সম্ভাব্য ওপেনারদেরই সুযোগ দেওয়া হয়।

তাই এদিন  জাকির হাসান ও ইমরুল কায়েস সে হিসাবেই শুরুতে ব্যাট করতে নামেন। নতুন বলে সাধারণত পেসাররাই বল করে থাকেন। আল আমিন, শহিদুল ইসলামরা সে সময় তাদের নেটে বোলিং করছিলেন। এই সময়েই ব্যাটিং না পেয়ে কোচের সঙ্গে কথা কাটাকাটি হয় বিজয়ের।