আইপিএল

ম্যাক্সওয়েল রান ছাড়া সবই করে : শেবাগ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 12:48 বুধবার, 09 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||


সদ্য সমাপ্ত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) ব্যাট-বলে অনুজ্জ্বল ছিলেন গ্লেন ম্যাক্সওয়েল। যে কারণে অনেক সমালেঅচনা গুনতে হয়েছে এই অলরাউন্ডারকে। আইপিএলে টানা ব্যর্থ হলেও অস্ট্রেলিয়ার হয়ে যেন পুরোনো ছন্দে ফিরেছেন এই তারকা ক্রিকেটার।

ভারতের বিপক্ষে ব্যাটে-বলে জ্বলে ওঠার পর এবার বীরেন্দর শেবাগের সমালোচনার মুখে পড়েছেন ম্যাক্সওয়েল। শেবাগ মনে করেন , সে আইপিএলে কেবলই উপভোগ করতে আসে। সে আইপিএল ক্রিকেট নিয়ে যতটা না সিরিয়াস তার থেকে বেশি সিরিয়াস গলফ খেলায়।

এবারের আইপিএলে কিংস ইলেভেন পাঞ্জাবরে হয়ে ১১ ম্যাচে মাত্র ১০৮ রান করেছেন তিনি। যেখানে নেই কোন ছক্কার মার। আইপিএলে টানা ব্যর্থতার বৃত্তে থাকা ম্যাক্সওয়েলই যেন জ্বলে উঠলেন ভারতের বিপক্ষে। ওয়ানডে সিরিজে ১৯৪.১৯ স্ট্রাইকরেটে ১৬৭ রান করার পর টি-টোয়েন্টি সিরিজেও করেছেন ৭৮ রান। যেখানে তাঁর স্ট্রাইকরেট ছিল ১৫০ এর অধিক।

শুধু তাই নয় এই ৭৮ রানের মাঝেও রয়েছে একটি হাফ সেঞ্চুরি। আর ওয়ানডে সিরিজে ১২ চার মারা সঙ্গে মেরেছেন ১১টি ছক্কা। আর টি-টোয়েন্টি সিরিজে এসে মেরেছেন ৫ ছক্কা। দেশের হয়ে তাঁর এমন পারফরম্যান্স দেখার পর তাই তো তাকে নিয়ে এমন মন্তব্য করতে ভুলেননি শেবাগ। তাঁর ধারণা আইপিএলে এসে সে রান করার থেকে বিনোদন দিতেই বেশি ব্যস্ত থাকে।

এ প্রসঙ্গে শেবাগ বলেন, 'সে মোটেও চাপ নেয় না। সে কেবল উপভোগের জন্য সেখানে (আইপিএল) আছে। রান করা বাদে সে ম্যাচে সবকিছু করে - খেলোয়াড়দের উত্সাহিত করে, চারপাশে ঘোরাঘুরি করে, নাচে। ম্যাচটি শেষ হওয়ার সঙ্গে সঙ্গে যদি সে বিনামূল্যে পানীয় পায় তবে সে তা নিজের ঘরে নিয়ে যাবে এবং প্রচুর পরিমাণে পানীয় পান করবে।'

তিনি আরও বলেন, 'আমি কখনই অনুভব করিনি যে সে এখানে খেলা নিয়ে সিরিয়াস। সে যখন আইপিএলে আসে, তখন ক্রিকেটের চেয়ে সে গলফ নিয়ে বেশি সিরিয়াস থাকে। কারণ আপনি যদি সিরিয়াস হন তাহলে পারফরম্যান্সে সেটা দেখা যাবে।'

এর আগে ম্যাক্সওয়েলকে ১০ কোটি রুপির চিয়ারলিডার সম্বোধন করে শেবাগ বলেছিলেন, 'এই ১০ কোটি রুপির চিয়ারলিডার পাঞ্জাবের জন্য বেশ ব্যয়বহুল প্রমাণিত হয়েছে। গত কয়েকবছর ধরেই আইপিএলে নিজের রুটিন কাজ থেকে সরে আসছিলেন তিনি, কিন্তু চলতি বছর তো সেই রেকর্ডটিও ভেঙে দিলেন। আপনি এটাকে উচ্চ খরচের অবকাশযাপন বলতে পারেন।'