বিগব্যাশ

ব্যান্টনের পর বিগব্যাশ থেকে কারানের নাম প্রত্যাহার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:41 সোমবার, 07 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

করোনার মহামারির এই সময়টায় ক্রিকেট মানেই জৈব সুরক্ষা বলয়। করোনা থেকে এড়িয়ে চলতেই মূলত খেলার সঙ্গে সম্পৃক্ত সবাইকে জৈব সুরক্ষা বলয়ে রাখা হয়। তবে সেখানে থাকতে থাকতে ক্রিকেটাররা যেন মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। কারণ দীর্ঘদিন ধরেই তারা তাদের পরিবার থেকে দুরে রয়েছেন।

যে কারণে অস্ট্রেলিয়ার ঘরোয়া টুর্নামেন্ট বিগব্যাশ থেকে নিজেদেরকে সরিয়ে নিতে শুরু করেছে ক্রিকেটারা। পরিবারের সঙ্গে সময় কাটাতে আসন্ন এই টুর্নামেন্ট থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন টম কারান।

কারানের আগে টুর্নামেন্ট থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছেন ইংল্যান্ডের আরেক ক্রিকেটার টম ব্যান্টন। ইংল্যান্ডই সর্বপ্রথম করোনা মহামারির মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে। সেই সিরিজ থেকেই টানা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছে কারান। আন্তর্জাতিক সিরিজের ফাঁকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) রাজস্থান রয়্যালসের হয়েও খেলেছেন তিনি।

বর্তমানে ইংল্যান্ড দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে রয়েছেন এই অলরাউন্ডার। প্রোটিয়াদের বিপক্ষে সিরিজ শেষে সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সরাসরি উড়াল দেয়ার কথা ছিল তাঁর। সিডনি সিক্সার্সের হয়ে খেলতে নামার আগে সেখানে পৌঁছে তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন থাকতে হবে।

এরপর তাকে প্রবেশ করতে হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। বড়দিনের পড়ে তিনি সিক্সার্স শিবিরে যুক্ত হতে পারবেন তিনি। দীর্ঘদিন টানা জৈব বলয়ে থাকতে থাকতে একেবারে হাঁপিয়ে গেছেন তিনি। যে কারণে পরিবারের সঙ্গে সময় কাটাতেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

এ প্রসঙ্গে কারান বলেন, ‘সিক্সার্সের হয়ে খেলতে পেরে আমি নিজেকে অনেক ভাগ্যবান মনে করি, গত দুই মৌসুমে আমি আপনাদের সঙ্গে কাটানো সময়টাকে উপভোগ করেছি। আমি আপনাকে প্রতিশ্রুতি দিতে পারি, এই সিদ্ধান্তটি খুব সহজে নিতে পারিনি।’

তিনি আরও বলেন, ‘আমি আশা করি অনেক বছরের জন্য ফিরে আসব, পুরোদমে এবং আবারও দারুণ প্রস্তুত হয়ে। তবে আপাতত আমার কিছুটা সময়, স্বাভাবিকতা প্রয়োজন। পরিবার দেখুন এবং ঘরে থাকবেন।’