বিগ ব্যাশ

বিগব্যাশ থেকে ব্যান্টনের নাম প্রত্যাহার

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:39 শনিবার, 05 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

জৈব সুরক্ষা বলয় ও ক্রিকেট একে অপরের পরীপূরক হয়ে গেছে। করোনা মহামারীর মধ্যে সব আন্তর্জাতিক টুর্নামেন্ট ও সিরিজ এই সুরক্ষা বলয়ের মধ্যে আয়োজন করা হচ্ছে। আর এই জৈব সুরক্ষা বলয়ের ঝামেলা এড়াতেই অস্ট্রেলিয়ার ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগ থেকে নিজের নাম প্রত্যাহার করে  নিয়েছেন টম ব্যান্টন। 

ইংল্যান্ডই সর্বপ্রথম করোনা মহামারীর মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়েছে। সেই সিরিজ থেকেই টানা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে আছে ব্যান্টন। আন্তর্জাতিক সিরিজের ফাঁকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) কলকাতা নাইট রাইডার্সের হয়েও খেলেছেন তিনি।

বর্তমানে অতিরিক্ত খেলোয়াড় হিসেবে দলের সঙ্গে দক্ষিণ আফ্রিকায় রয়েছেন ব্যান্টন। সেখান থেকেই অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে সরাসরি উড়াল দেয়ার কথা ছিলো তাঁর। কিন্তু সেখানে পৌছে তাকে বাধ্যতামূলকভাবে ১৪ দিনের কোয়ারেন্টাইন মানতে হবে তাঁকে।

এরপর তাকে প্রবেশ করতে হবে জৈব সুরক্ষা বলয়ের মধ্যে। বড়দিনের পড়ে তিনি ব্রিসিবেন শিবিরে যুক্ত হতে পারবেন। এগুলো এড়াতেই মূলত ব্রিসবেন হিট থেকে তার নিজের নাম প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছেন এই তরুণ অলরাউন্ডার।

টম ব্যান্টন বলেন, 'এত লম্বা সময় জৈব সুরক্ষা বলয়ে কাটানো আমি যতটা ভেবেছিলাম তাঁর থেকেও বেশি কঠিন। আমি অনুভব করছি আমার জন্য এটি সুফুল বয়ে আনবেনা। হিটস দল বিগত মৌসুমে আমার যথেষ্ট যত্ন নিয়েছে। আমার পরিবারের কাছে ফেরার আকুলতা লেহম্যান ও লিন কে বুঝিয়েছি। তারা বুঝতে পেরেছেন এই বিষয়ে আমি আত্মবিশ্বাসী।'

'ব্রিসবেন হিটস দলের সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার শুভেচ্ছা। আমার পূর্ণ সমর্থন থাকবে দলের প্রতি। একই সাথে আমি তাদের সাথে যুক্ত থাকতে যুক্ত থাকতে না পারায় ক্ষমাপ্রার্থী', তিনি যোগ করেন।

হিটের কোচ ড্যারেন লেহম্যান ইতোমধ্যেই ব্যান্টনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন। ইতোমধ্যেই ব্যান্টনের পরিবর্তে দলে ভেড়ানোর জন্য তারা খেলোয়াড় খুজছেন বলে জানান তিনি। ড্যান লরেন্স শুরুতে পাঁচ ম্যাচের জন্য চুক্তিবদ্ধ থাকলেও এই চুক্তি বাড়তে পারে বলে আভাস দিয়েছেন দলটির কোচ।