নিউজিল্যান্ড - ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

ইনিংস হারের লজ্জা এড়াতে লড়ছে ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 13:07 শনিবার, 05 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

হ্যামিল্টনের সেডন পার্কের সবুজ উইকেট দেখে কিছু না ভেবেই আগে বোলিং করার সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক জেসন হোল্ডার। বোলিং করতে নেমে হ্যামিল্টনের সবুজ ‘গালিচায়’ ধোঁকা খেয়েছে তারা। তখন হয়তো ক্যারিবিয়ানরা ভেবেছিলেন ব্যাটিং দিয়ে সেটা পুষিয়ে দেবেন। তবে সেটা যেন আর হয়ে উঠলো না।

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ১৩৮ রানে অলআউট হয়ে ফলোঅনে পড়ার পর দ্বিতীয় ইনিংসেও ধুঁকছে তারা। কিউদের কাছে থেকে ইনিংস হারের লজ্জা এড়াতে আরও ১৮৫ রান করতে হবে হোল্ডারের দলকে। যেখানে হাতে আছে দুদিন আর ৪ উইকেট। তবে সেটা কতটা পেরে উঠতে পারবেন জার্মেইন ব্ল্যাকউড এবং আলজারি জোসেফ সেটা হয়তো চতুর্থ দিনের সকালটাই বলে দেবে।

নিজেদের দ্বিতীয় ইনিংসে মাত্র ২৭ রানে ৪ উইকেট হারিয়ে আরও একবার ব্যাটিং বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। একে একে ক্রেইগ ব্রাথওয়েট, জন ক্যাম্পেবল, সামার ব্রুকস এবং ড্যারেন ব্রাভোরা ছিলেন আসা-যাওয়ার মিছিলে। ব্রাভোদের পথে হেঁটেছেন দলটির অধিনায়ক হোল্ডার এবং সহ-অধিনায়ক রোস্টন চেজও।

মাত্র ৮৯ রানে ৬ উইকেট হারিয়ে ইনিংস ও বড় ব্যবধানে হারের শঙ্কা চেপে বসে তাদের উপর। তবে সেই চাপ কিছুটা হলেও মুক্ত করেছেন ব্ল্যাকউড ও জোসেফ। তাদের দুজনের ১০৭ রানের অনবদ্য জুটিতে কিছুটা হলেও ঘুরে দাঁড়িয়েছে তারা। তবে সেটা কতটা ফলপ্রসু হবে তা হয়তো সময়ই বলে দেবে।

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্টের তৃতীয় দিনশেষে ৬ উইকেট হারিয়ে ১৯৬ রান করেছে ওয়েস্ট ইন্ডিজ। ৯৮ বলে ৮০ রানে অপরাজিত ব্ল্যাকউড এবং ৭৩ বলে ৫৯ রানে অপরাজিত আছেন জোসেফ। কিউইদের চেয়ে ১৮৫ রানে পিছিয়ে থেকে চতুর্থ দিন শুরু করবেন এই দুই ব্যাটসম্যান।

এর আগে প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে পেসারদের আগুনঝড়া বোলিংয়ে মাত্র ১৩৮ রানেই গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। ক্যারিয়ানদের হয়ে সর্বোচ্চ ২৬ রান এসেছে ক্যাম্পেবলের ব্যাট থেকে আর ২৫ রান করেছিলেন হোল্ডার। কিউদের হয়ে চার উইকেট নিয়েছেন টিম সাউদি, দুটি করে উইকেট নিয়েছেন নেইল ওয়াগনার, কাইল জেমিনসন এবং অন্য উইকেটটি নিয়েছেন ট্রেন্ট বোল্ট।

নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে অধিনায়ক কেন উইলিয়ামসনের ২৫১, টম লাথামের ৮৬ এবং জেমিনসনের ৫১ রানের সুবাদে ৭ উইকেট হারিয়ে ৫১৯ রান তুলে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। ক্যারিবিয়ানদের হয়ে তিনটি করে উইকেট নেন কেমার রোচ ও শ্যানন গ্যাব্রিওয়েল।

সংক্ষিপ্ত স্কোর:
নিউজিল্যান্ড: ৫১৯/৭ ডিক্লে (ওভার ১৪৫) (কেন উইলিয়ামসন ২৫১, টম লাথাম ৮৬, কাইল জেমিনসন ৫১*, শ্যানন গ্যাব্রিওয়েল ৩/৮৯, কেমার রোচ ৩/১১৪)
ওয়েস্ট ইন্ডিজ: ১৩৮ এবং ১৯৬/৬ (ওভার ৪২) ( জার্মেইন ব্ল্যাকউড ৮০*, আলজারি জোসেফ ৫৯*, নেইল ওয়াগনার ২/৬২)