২ বছর পর টি-টোয়েন্টি দলে ডাক পেলেন নাথান লায়ন

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 14:15 শনিবার, 05 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

ভারতের বিপক্ষে শেষ দুই টি-টোয়েন্টি ম্যাচের অস্ট্রেলিয়া স্কোয়াডে যোগ করা হয়েছে নাথান লায়নকে। অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে অস্ট্রেলিয়া দল থেকে ছেড়ে দেয়া হয়েছে।

মূলত ভারতের বিপক্ষে টেস্ট সিরিজকে সামনে রেখেই প্রস্তুতির জন্য তাঁকে ছেড়ে দেয়া হয়েছে। ফলে রবিবার থেকে ভারতীয় 'এ' দলের বিরুদ্ধে অস্ট্রেলিয়া 'এ' দলের হয়ে তিন দিনের প্রস্তুতি ম্যাচে তাঁকে মাঠে দেখা যাবে।

লায়ন টেস্টে অস্ট্রেলিয়ার তুরুপের তাস। তাঁকে সম্ভবত দ্বিতীয় প্রস্তুতি ম্যাচে ভারতীয় 'এ' দলের বিপক্ষে খেলতে দেখা যাবে। তার আগে টি-২০ দলে সুযোগ পেলেন তিনি। 

লায়ন সর্বশেষ ২০১৮ সালে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি খেলেছিলেন। এরপর আবারও দুই বছর পর অস্ট্রেলিয়ার হয়ে সীমিত ওভারের এই ফরম্যাটে সুযোগ পেলেন তিনি।

তিন সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে ১১ রানে হেরেছে অস্ট্রেলিয়া। এর ফলে পিছিয়ে থাকলেও সিরিজ জিততে মরিয়া অস্ট্রেলিয়া। শেষ দুই টি-টোয়েন্টিতেও তাই লায়নের সেরা পারফরম্যান্স আশা করবে দলটি।

রবিবার দ্বিতীয় টি-২০ ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং অস্ট্রেলিয়া। একই দিনে আবার ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য প্রস্তুতিতে মাঠে নামবেন অস্ট্রেলিয়ার টেস্ট দলের বেশ কয়েকজন সদস্য।

অস্ট্রেলিয়ার স্কোয়াডে অবশ্য ইনজুরির মিছিল শুরু হয়েছে। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ফিল্ডিংয়ের সময় কুঁচকিতে চোট পান ওয়ার্নার। ফলে বেশ কিছুদিনের জন্যে তিনি অনিশ্চিত।

তাঁর পরিবর্ত হিসেবেই ডি আর্কি শর্ট টি-২০ দলে জায়গা পেয়েছেন। অন্যদিকে শুক্রবার প্রথম টি-২০তে হিপ মাসলে চোট পেয়েছেন ফিঞ্চ। রবিবার ভারতের বিরুদ্ধে টি-২০ তে তাঁর খেলা নিয়ে শঙ্কা রয়েছে।