ভারত-অস্ট্রেলিয়া সিরিজ

সিরিজ থেকেই ছিটকে গেলেন জাদেজা

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 10:37 শনিবার, 05 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

অস্ট্রেলিয়ার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ২৩ বলে ৪৪ রান করেছেন রবীন্দ্র জাদেজা। তাঁর এই ঝড়ো ইনিংসের সুবাদেই ১৬১ রানের বড় পুঁজি পায় ভারত। আর শেষ পর্যন্ত ১১ রানের জয় নিয়ে মাঠ ছেড়েছে তারা।

ভারতের ইনিংসের শেষ ওভারে মিচেল স্টার্কের একটা বল হেলমেটে লেগেছিল জাদেজার। যদিও এটাকে খুব বেশি গুরুত্ব দেননি ভারতের এই অলরাউন্ডার। কিন্তু ফিল্ডিংয়ে নামার পর হঠাৎ তাঁকে তুলে নেয় ভারত।

আইসিসির কনকাশন বদলি বা মাথায় আঘাতজনিত বদলির নিয়মে তাঁর বদলে মাঠে নামার সুযোগ পেয়েছিলে যুবেন্দ্র চাহাল। এরপর এই চাহালই ৩ উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়েছেন।

প্রথম ম্যাচের পর ভারত বড় একটি ধাক্কা খেয়েছে। জাদেজা চলতি টি-টোয়েন্টি সিরিজ থেকেই ছিটকে গেছেন। এই বিষয়টি ভারতীয় দলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে।

জাদেজার বদলি হিসেবে বাকি দুই ম্যাচে ভারতের একাদশে জায়গা মিলতে পারে চাহাল অথবা ওয়াশিংটন সুন্দরের। জাদেজাকে ধরা হয় ভারতের লোয়ার মিডল অর্ডারের সবচেয়ে বড় ভরসা।

তাঁর এই চোটের কারণে বড় ধাক্কা খেলো দলটি। জাদেজার বদলি হিসেবে ইতোমধ্যে টি-টোয়েন্টি স্কোয়াডে যোগ করা হয়েছে শার্দুল ঠাকুরকে।