বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ম্যাচ না জিতলে ভালো খেলার মূল্য নেই: রনি

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:24 শুক্রবার, 04 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

কথায় আছে, কপালে একবার শনির দাগ লাগলে সেটা সহজে মুছে না। বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের দল মিনিস্টার গ্রুপ রাজশাহী এ কথার সতত্যা প্রমাণের জ্বলন্ত উদাহরণ।

নিজেদের প্রথম দুই ম্যাচে কাগজ কলমের হিসাবে দুই শক্তিশালী দল বেক্সিমকো ঢাকা এবং জেমকন খুলনার বিপক্ষে জয় তুলে নিয়ে নিয়ে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিল নাজমুল হোসেন শান্তর রাজশাহী।

কিন্তু তৃতীয় ম্যাচে এসে শনি ভর করে রাজশাহীর শিবিরে। দুই হেভিওয়েট দলকে হারানোর পর তরুণদের নিয়ে গড়া ফরচুন বরিশালের কাছে তারা হেরেছিল ৫ উইকেটে। তখন থেকেই রাজশাহীর কপালে দাগ লাগে শনির দশার। ফলশ্রুতিতে চট্টগ্রামের বিপক্ষে ম্যাচে তাদের হারতে হয় ১ রানে।

হারের সেই ধারা অব্যাহত ছিল ঢাকার বিপক্ষে নিজেদের ৫ম ম্যাচেও। শুক্রবার মুশফিকবাহিনীর বিপক্ষে ২৫ রানে হারে নাজমুল হোসেন শান্তর দল। এদিন ঢাকার ছুঁড়ে দেয়া ১৭৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ১৫০ রানেই থেমে যায় রাজশাহীর রানের চাকা।

ব্যাটসম্যানদের ব্যর্থতার দিনে দলের হয়ে বিশের বেশি রানের ইনিংস খেলেন শুধুমাত্র দুইজন। রনি তালুকদার (২৪ বলে ৪০ রান) এবং ফজলে রাব্বি (৪০ বলে ৫৮ রান)। কিন্তু তাদের এই পারফরম্যান্স দলকে দিতে পারেনি কাঙ্ক্ষিত জয়।

জয় না পাওয়ায় ভালো ইনিংস খেলার কোনো সার্থকতা দেখছেন না রাজশাহীর টপ অর্ডার ব্যাটসম্যান রনি। তার মতে ভালো ইনিংস খেলে জয় না পেলে সেই ইনিংস মূল্যহীন। ম্যাচ শেষে প্রেজেন্টেশনে তিনি এমনটাই মন্তব্য করেন।

রনি বলেন, 'ভালো পারফরম্যান্স মানেই একটা ম্যাচ জিতিয়ে আসা। যখনই একটা খেলোয়াড় ম্যাচ জেতাতে পারবে তখনই তার ভেতরে একটা তৃপ্ততা আসবে যে আমি ভালো পারফরম্যান্স করছি। ম্যাচ জেতানো ছাড়া অন্য কোন পারফরম্যান্স আমি এতটা ভ্যালু করি না।'

একই সঙ্গে হারের কারণ হিসেবে ব্যাটসম্যানদের ব্যর্থতার পাশাপাশি বোলিং উইনিটের দুর্বলতাকে দুষছেন তিনি।

এ প্রসঙ্গে রনি বলেন, 'দেখেন সবমিলিয়ে আমরা ভালো ক্রিকেট খেলতেছি। আমরা ক্লোজ কিছু ম্যাচ হেরে যাওয়াতে একটু ল্যাকিংস যে জায়গাতে বলব বোলিং ইউনিটায় আমরা ভালো করতে পারছি না। আমরা ওই জায়গাটায় যদি উন্নতি করতে পারি ইনশাআল্লাহ পরের ম্যাচ আমরা ভালোভাবেই ফিরে আসতে পারব।'

'আমরা পাওয়ার প্লেতে খুব দ্রুত কিছু উইকেট হারাই, তিনটা উইকেট চলে যায়। এতে আমাদের উপর একটা চাপ চলে আসে। কিন্তু আমি মনে করি আমি আর রাব্বি যদি আর কিছু খেলতে পারতাম তাহলে মনে হয় খেলাটা আরও ক্লোজ হতে পারতো।'