বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

এখনই সন্তুষ্ট হতে চান না ইয়াসির আলী

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 23:03 শুক্রবার, 04 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে নিজেদের প্রথম তিন ম্যাচে টানা হেরে হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছিলো বেক্সিমকো ঢাকা। নিজেদের সর্বশেষ দুই ম্যাচে গুরুত্বপূর্ণ দুটি ইনিংস খেলে দলকে জিতিয়েছেন ইয়াসির আলী রাব্বি। দলের জয়ে গুরুত্বপূর্ণ ইনিংস খেললেও এখনই সন্তুষ্ট হতে চান না তিনি।

ফরচুন বরিশালের বোলারদের বিপক্ষে রান তুলতে অনেকটা বেগ পেতে হচ্ছিলো ঢাকার ব্যাটসম্যানদের। তবে দলের বরিশালের বিপক্ষে ৩০ বলে অনায়াসে ৪০ রানের ইনিংস খেলে দলকে জেতান। এরপর শুক্রবার (৪ ডিসেম্বর) মিনিস্টার রাজশাহীর বিপক্ষেও খেলেছেন ৩৯ বলে ৬৭ রানের ম্যাচ জয়ী ইনিংস।

টানা দুই ম্যাচে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখলেও এখনই সন্তুষ্ট হতে চান না ডানহাতি এই ব্যাটসম্যান। তিনি মনে করেন, দলের জন্য ভালো খেলায় ভালো লাগছে তবে সামনে আরও তিনটা কঠিন খেলা আছে।

এ প্রসেঙ্গে রাব্বি বলেন, ‘আল্লাহ যতটুকু দিয়েছে আলহামদুলিল্লাহ। কিন্তু আরও ম্যাচ বাকি আছে। ম্যাচ জেতাতে পেরেছি দলের জন্য। ওটার জন্য খুশি লাগছে কিন্তু এখনই সন্তুষ্টি হচ্ছি না। কারণ সামনে আরও কঠিন তিনটা ম্যাচ বাকি আছে। তারপর ওইগুলো খেলে আমাদের এলিমিনেটর, কোয়ালিফাইয়ার পার করতে হবে। তাই আরও ভালো কিছু দলের জন্য করার আমার চেষ্টা থাকবে।’

প্রথম তিন ম্যাচে টানা হারের পর পরের দুই ম্যাচে টানা জয় পেয়েছে তারা। এই ম্যাচ জয় সামনের ম্যাচগুলোতে ভালো করতে সহায়তা করবে বলে মনে করছেন তিনি। সেই সঙ্গে তিনি জানিয়েছেন, তারা সঠিক পথেই আছেন।

রাব্বির ভাষ্য, ‘আমি বলব, প্রথমে আমাদের তিনটা ম্যাচ ভালো যায়নি কিন্তু এর চেয়ে ভালো কিছু দুরে নয়। আমি মনে করি আলহামদুলিল্লাহ আমরা দুইটা জিতেছি। ইনশাআল্লাহ হয়তো এই দুইটা জয় আমাদের সামনের ম্যাচগুলোতে বুস্ট আপ করবে। আমি মনে করি এটা ঠিক আছে। কিন্তু আমরা এখন সঠিক পথেই আছি।’