বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ব্যাটে বলে দলের জয়ে সন্তুষ্ট মাহমুদউল্লাহ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 17:07 শুক্রবার, 04 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ শুরুর আগে থেকেই জেমকন খুলনাকে নিয়ে দর্শকদের উত্তেজনার পারদটা ছিল একটি বেশি। কিন্তু শুরুর দিকে কই যেন খেঁই হারিয়ে ফেলেছিল দলটি। টুর্নামেন্টের মাঝপথে এসে নিজেদের সামর্থ্যের জানান দিচ্ছে তাঁরা। ফরচুন বরিশালকে নিজেদের পঞ্চম ম্যাচে ৪৮ রানে পরাজিত করেছে মাহমুদউল্লাহ রিয়াদের দল। গুরুত্বপূর্ণ এই জয়ে দলের পারফরম্যান্স নিয়ে তাই সন্তুষ্ট খুলনার অধিনায়ক।

খুলনার হয়ে গত চার ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন দলটির ওপেনার এনামুল হক বিজয়। পঞ্চম ম্যাচে তাই এনামুলকে বিশ্রাম দিয়ে জহুরুল ইসলামের সঙ্গে ব্যাট করতে নামেন তরুণ ব্যাটসম্যান জাকির আলি। সুযোগ পেয়েই ৪২ বলে ৬৩ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। দ্বিতীয় উইকেটে ইমরুল কায়েসের সঙ্গে গড়ের ৯০ রানের জুটি। ইমরুল দেখে শুনে ৩৪ বলে ৩৭ রান করেন। শেষ দিকে অধিনায়ক রিয়াদের ২৪ ও সাকিবের ১৪ রানের সুবাদে বরিশালকে ১৭৭ রানের লক্ষ্য ছুড়ে দেয় তাঁরা।

বল হাতের খুলনার বোলাররাও আস্থার প্রতিদান দিয়েছেন। সাকিবের বাঁহাতি ঘূর্ণিতে খুলনা বোলিং ইনিংস শুরু করলেও গত ম্যাচের ম্যান অব দ্যা ম্যাচ শুভাগত হোম আজকেও তার ফর্ম অব্যাহত রেখেছেন। এছাড়া হাসান মাহমুদ এবং শহিদুল ইসলামের নিয়ন্ত্রিত বোলিংয়ে ১২৫ রানেরই গুঁটিয়ে যায় বরিশালের ইনিংস। শুভাগত, হাসান মাহমুদ এবং শহিদুল ২টি, সাকিব এবং আল আমিন ১ টি করে উইকেট নেন।

খুলনার এই জয়টিকে ব্যাটসম্যান এবং বোলারদের অলরাউন্ড পারফরম্যান্সের ফসল বলে মনে করে মাহমুদউল্লাহ রিয়াদ। দলের জয়ে তাই সন্তুষ্টি প্রকাশ করতে দেখা যায় তাঁকে। ম্যাচ শেষে তিনি বলেন, 'আমি মনে করে সবদিক দিয়েই এটি একটি অসাধারণ জয় ছিল। ব্যাটসম্যান এবং বোলাররা উভয়ই অলরাউন্ড পারফরম্যান্স দেখিয়েছে। এটাতে খুব ভালো দলীয় সমন্বয় ছিল। এটা দেখে খুবই সন্তুষ্ট আমি।'

কয়েকদিন ধরেই শেরে বাংলার উইকেট নিয়ে অনেক কথা হচ্ছে। ধীরে ধীরে উইকেট বোলিং সহায়ক হয়ে পড়েছে বলেও মত দিয়েছেন অনেকে। এই উইকেটেই দিনের শুরুতে বরিশালের বোলারদের বিপক্ষে ব্যাট চালিয়ে দারুণ একটি ইনিংস খেলেছেন জাকির। এজন্য জাকিরের প্রশংসা করেছেন মাহামুদউল্লাহ। জাকির পরিকল্পনা মাফিক ব্যাট করেছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে মাহমুদউল্লাহ আরো বলেন, 'আমাদের পরিকল্পনা ছিল প্রথম দুই ওভার দেখে খেলা। শেষ কয়েকদিন ধরে সে নেটে খুব ভালো ব্যাটিং করছিল। তো আমি চিন্তা করলাম এনামুলকে একটি বিশ্রাম দেই। যাতে সে আবারো পুরনো ফর্মে ফিরে আসতে পারে। জাকির সেই সুযোগটাই নিয়েছে এবং দুর্দান্ত একটি ইনিংস খেলেছে এই ধরণের পরিবেশে। আমি মনে করি এটা বোলারদের জন্য উপযুক্ত ছিল কিন্তু সে কার্যকরী একটি ইনিংস খেলেছে।'