পারিবারিক কারণে দেশে ফিরলেন নায়াল, আসছেন আঞ্জুম

আবিদ মোহাম্মদ

আবিদ মোহাম্মদ
প্রকাশের তারিখ: 11:18 শুক্রবার, 04 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের মাঝপতেই দেশে ফিরতে হয়েছে নায়াল ও'ব্রায়ানকে। মূলত পারিবারিক কারণেই দেশে ফিরে গেছেন এই আইরিশম্যান। বিশ্বস্ত একটি সূত্র ক্রিকফ্রেঞ্জিকে বিষয়টি নিশ্চিত করেছে।

ও'ব্রায়েন দেশে ফিরলেও ধারাভাষ্য প্যানেলে যোগ দিতে আসছেন আঞ্জুম চোপড়া। জানা গেছে ২-১দিনের মধ্যে বাংলাদেশে আসবেন তিনি। এরপর করোনা নেগেটিভ হয়েই প্যানেলে যোগ দিবেন এই ভারতীয়।

চলতি এই টুর্নামেন্ট শুরুর আগেই জানানো হয়েছিল ৩ জন বিদেশি ধারাভাষ্যকার থাকছেন এবার। সেই হিসেবেই শুরুর দিকে ছিলেন নায়াল এবং জিম্বাবুয়ের এডওয়ার্ড রেন্সফোর্ড।

এছাড়া দেশিদের মধ্যে ধারাভাষ্যে আছেন ৫ জন। চিরপরিচিত কণ্ঠ আতাহার আলী খান ও শামিম চৌধুরী ছাড়াও আছেন শাহরিয়ার নাফিস, সমন্বয় ঘোষ এবং মাজহার উদ্দিন অমি। 

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের জন্য ওপেন বিডিংয়ের মাধ্যমে মিডিয়া স্বত্ব পেয়েছিল দেশর নতুন ক্রীড়াভিত্তিক চ্যানেল টি স্পোর্টস। টিভি সম্প্রচার থেকে শুরু করে ডিটিএইচ এবং ওটিটিতেও আছে এই প্রতিষ্ঠানটি।

এখন পর্যন্ত সবকটি দল ৪টি করে ম্যাচ খেলে ফেলেছেন। যেখানে টেবিলের শীর্ষে আছে গাজি গ্রুপ চট্টগ্রাম। ৪টি ম্যাচই জিতেছে দলটি। আর মাত্র একটিতে জিতে টেবিলের তলানিতে আছে বেক্সিমকো ঢাকা। 

ঢাকার সমান একটি ম্যাচ জিতলেও নেট রান রেটের বিচারে এগিয়ে থাকায় চারে অবস্থান করছে ফরচুন বরিশাল। দুটি করে ম্যাচ জিতেছে জেমকন খুলনা এবং মিনিস্টার গ্রুপ রাজশাহী।