অস্ট্রেলিয়া - ভারত সিরিজ

পারলে ‘সুইচ হিট’ থামানোর চেষ্টা করো!

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 20:47 বৃহস্পতিবার, 03 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

সিরিজের শেষ ম্যাচে কুলদীপ যাদবের বলে সুইচ হিটে ১০০ মিটার লম্বা ছক্কা মেরেছেন গ্লেন ম্যাক্সওয়েল। ভারতের বিপক্ষে পুরো সিরিজে যখন ইচ্ছে হয়েছে তখনই এমন শট খেলেছেন এই ডানহাতি মারকুটে ব্যাটসম্যান। ম্যাক্সওয়েলের এই প্রচলিত শটে আপত্তি করেছেন অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ইয়ান চ্যাপেল এবং লেগস্পিনার শেন ওয়ার্ন।

চ্যাপেলের মতে, বিষয়টি একেবারে অন্যায়। তাই ব্যাটসম্যানদের 'সুইপ হিট' বন্ধ করতে বলেছেন তিনি। আর ওয়ার্নের মতে, বিষয়টি নিয়ে কথা বলা দরকার। যেকোনো একটি সিদ্ধান্তে উপনীত হতে পারলে ভালো হয়। আর এদিকে ম্যাক্সওয়েল জানিয়েছেন, পারলে ‘সুইচ হিট’ থামাও!

একজন বোলার কোন প্রান্ত থেকে বল করবে সেটা বল করার আগে আম্পায়ারকে জানাতে হয়। ব্যাটিং প্রান্তে ডানহাতি কোন ব্যাটসম্যান থাকলে বল করার আগে তাঁর জন্য পরিকল্পনা করে ফিল্ডিং সাজানো হয়। কিন্তু মাঝে মাঝেই ডানহাতি ব্যাটসম্যানরা বাঁহাতি হয়ে ফিল্ডিংয়ের ফায়দা লুটেন। তবে বিষয়টি ভালো লাগেনি বড় চ্যাপেলের।

এ প্রসেঙ্গ চ্যাপেল বলেন, ‘বল করার আগে বোলারদের আম্পায়ারের কাছে জানাতে হয় তারা কিভাবে বল করবে। একজন ব্যাটসম্যান ডান হাতে দাঁড়াচ্ছে, আমি ফিল্ডিং দলের অধিনায়ক হয়ে ডানহাতি ব্যাটসম্যানের জন্য ফিল্ডিং সাজালাম এবং বল পৌঁছানোর আগে ব্যাটসম্যান বাঁহাতি হয়ে গেলো! সে বাঁহাতি হয়ে যাচ্ছে, কারণ সে ওই ফিল্ডিংয়ের (ডানহাতির জন্য সাজানো) সুযোগ নিতে চায়। যারা এসব আইন তৈরি করেন, তাঁরা একটু বলবেন কিভাবে এটা অন্যায় হয় না?’

তিনি আরও বলেন, ‘আমি অধিনায়ক হলে তখন নিজে বল করতে যেতাম। আমি আম্পায়ারকে বলতাম, আমি ডানহাতি বোলার এবং ওভার দ্য উইকেটে বল করব। এরপর দৌড়ে গিয়ে রাউন্ড দ্য উইকেটে বল করতাম। আম্পায়ার এটি নিয়ে অভিযোগ করতো আর তখন আমি বলতাম, তাহলে আপনি ব্যাটসম্যানের ওই অন্যায় কাজটাও থামান, আমিও অন্যায়টা করব না।’

চ্যাপেলের কথায় সায় দিয়েছেন ওয়ার্নও। তিনি জানিয়েছেন, বিষয়টি নিয়ে একটা সিদ্ধান্তে আসা উচিত। অস্ট্রেলিয়ার সাবেক দুই কিংবদন্তী ক্রিকেটারের কথা সাংবাদিকদের মারফত জানতে পারেন ম্যাক্সওয়েল। অনুময়েভাবেই কথাগুলো ভালো লাগেনি এই অলরাউন্ডারের। যে কারণে তিনিও বলেছেন, পারলে ‘সুইচ হিট’ থামানোর চেষ্টা করো!

এ প্রসঙ্গে ম্যাক্সওয়েল বলেন, ‘খেলার আইনের ভেতরেই এটি (সুইচ হিট) আছে। আমি মনে করি, কয়েক বছরে ব্যাটিংয়ের অনেক উন্নতি হয়েছে। এজন্যই অনেক বড় স্কোর তাড়া করে জয় আসছে কিংবা বড় বড় স্কোর হচ্ছে। এটা থামানোর দায়িত্বটা বোলারদের। প্রতিদিনই তাদের দক্ষতার পরীক্ষা দিতে হয়।’

তিনি আরও বলেন, ‘ব্যাটসম্যানদের থামাতে তাদের নতুন নতুন কৌশল প্রয়োগ করতে হবে। যেভাবে তারা মাঠের এক পাশে ফিল্ডিং সাজিয়ে রান করার জায়গা রাখে না। আমি মনে করি ব্যাটসম্যানদের কৌশল বিবর্তিত হতে হতে যে পর্যায়ে উঠে এসেছে, বোলারদেরও এই মানে উঠে আসা উচিত। দেখবেন, নাকল-বল কিংবা ওয়াইড ইয়র্কার দিয়ে ফিল্ডিং সাজানো হচ্ছে বা অন্যান্য কৌশলও প্রয়োগ করা হচ্ছে। ওয়ানডে ক্রিকেটের অনেক কৌশল পরিবর্তন হয়েছে। এটাও (সুইচ হিপ) তারই অংশ।’