ওয়েস্ট ইন্ডিজ-নিউজিল্যান্ড সিরিজ

সবুজের গালিচায় 'ধোঁকা' খেলো ওয়েস্ট ইন্ডিজ

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 19:56 বৃহস্পতিবার, 03 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

হ্যামিল্টনের সেডন পার্কের উইকেট যেন সবুজের গালিচা। আর তা দেখেই চোখ বুজে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক জেসন হোল্ডার। এরপর বোলিংয়ে নেমেই বুঝেছেন কত বড় ধোঁকা খেলেন তারা। হ্যামিল্টন টেস্টের প্রথম দিনে কিউইদের মাত্র ২ উইকেট তুলে নিতে পেরেছে ওয়েস্ট ইন্ডিজের বোলাররা।

বলতে গেলে উইকেট থেকে কোনো সাহায্যই পায়নি ক্যারিবীয়রা। বৃষ্টি বিঘ্নিত প্রথম দিনে ৭৮ ওভারে ২ উইকেটে ২৪৩ রান তুলে শেষ করেছে নিউজিল্যান্ড। অধিনায়ক কেন উইলিয়ামসন ৯৭ রানে ও রস টেলর ৩১ রানে অপরাজিত আছেন প্রথম দিনের খেলা শেষে।

নিউজিল্যান্ডের রান যখন ১৪ তখনই সাজঘরে ফেরেন অভিষিক্ত ওপেনার উইল ইয়ং। এরপর উইকেটে আসেন কিউই দলপতি কেন উইলিয়ামসন। দ্বিতীয় উইকেটে টম লাথামকে নিয়ে ১৫৪ রানের জুটি গড়েন তিনি। দলীয় ১৬৮ রানে লাথাম (৮৬) ফিরে গেলে অভিজ্ঞ রস টেলরকে নিয়ে আরেকটি বড় জুটি গড়েন উইলিয়ামসন। এই দুজনের জুটি অবিচ্ছিন্ন আছে ৭৫ রানে।

কিউইদের দুই উইকেটের মধ্যে ১টি করে উইকেট পেয়েছেন কেমার রোচ এবং শ্যানন গ্যাব্রিয়েল। প্রথম দিনের খেলা শেষে হতাশাই ঝড়লো ক্যারিবীয়দের। দলটির অলরাউন্ডার রস্টন চেজ বলেন, ‘আমরা ভেবেছিলাম এমন সবুজ উইকেট থেকে কিছু তো পাওয়া যাবেই। কিন্তু দু-তিনটি বল লেংথ থেকে ওঠা ছাড়া সারা দিনই মরা উইকেটের মতো আচরণ করল।’

উইকেটের সাহায্য না পেলেও নিজেদের মেলে ধরতে না পারায় হতাশ তিনি। চেজের ভাষ্য, ‘মাঠে অবশ্য আমরা সেরাটা দিতে পারিনি, মাত্র তো দুই উইকেটই পেলাম। তাঁরা (নিউজিল্যান্ডের ব্যাটসম্যান) খুব ভালোভাবে বল ছেড়েছে, তবে আমরা তাঁদের আরেকটু বেশি খেলতে বাধ্য করতে পারতাম।’

নিউজিল্যান্ডের দাবি অবশ্য উইকেট স্বাভাবিক আচরণই করেছে। দলটির ওপেনার লাথাম বলেন, ‘ঐতিহ্যগতভাবে নিউজিল্যান্ডে প্রথম দিনের উইকেট গাঢ় সবুজ থাকে। তার মানে কিন্তু আপনি যতটা ভাবছেন ততটুকু সাহায্য পাবেন, সেটি নয়। আর আমার মনে হয় ওরা একটু বেশিই শর্ট বল করে গেছে। আর এতে করে আমরা একটু তাড়াতাড়িই মানিয়ে নেওয়ার সময় পেয়ে গেছি।’