বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

শফিউলের ইনজুরিতে ভাগ্য খুললো খালেদের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:51 শুক্রবার, 04 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

পিঠের চোঁটে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ থেকে ছিটকে গেলেন জেমকন খুলনার পেসার শফিউল ইসলাম। ডানহাতি এই পেসারের ইনজুরিতে ভাগ্য খুললো  আরেক পেসার খালেদ আহমেদের। এ বিষয়টি নিশ্চিত করা হয়েছে দলটির পক্ষ থেকে।

প্রথম দুই ম্যাচ খেললেও দলটির পরের দুই ম্যাচে খেলতে দেখা যায়নি শফিউলকে। পরে জানা যায় পিঠের ইনজুরিতে ভুগছেন তিনি। স্ক্যান রিপোর্ট পাওয়ার জানা গেলো চলতি টুর্নামেন্টে আর খেলা হচ্ছে না তাঁর। যে কারণে তাঁর বদলি হিসেবেই দীর্ঘদেহী পেসার খালেদকে দলে নিয়েছে তারা।

জেমকন খুলনার সঙ্গে যোগ দিতে খালেদকে অবশ্য অপেক্ষা করতে হচ্ছে। কারণ করোনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ হলেই কেবল দলের সঙ্গে যোগ দিতে পারবেন তিনি।

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি শুরুটা ভালো করলেও দ্বিতীয় ম্যাচে সুবিধা করতে পারেননি তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টে ২ ম্যাচে ৭ ওভারে ৫১ রান দিয়ে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি।

যেখানে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে পরের ম্যাচে ৩ ওভারে ২৪ রান দিলেও ছিলেন উইকেট শূন্য ছিলেন এই ডানহাতি। এরপর আর একাদশে দেখা যায়নি তাকে।

প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের দলে নিয়েছিল খুলনা। এছাড়া দলটিতে আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস এবং আল আমিন হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।

যদিও টুর্নামেন্টে এখন পর্যন্ত খুব বেশি সুবিধা করতে পারেনি দলটি। চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে খুলনা। যেখানে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে তারা।