বিশ্বকাপ

র‍্যাঙ্কিংয়ে শীর্ষ স্থানের পর বিশ্বকাপে চোখ বাটলারের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 15:26 বৃহস্পতিবার, 03 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কেপটাউনে অনুষ্ঠিত তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচে ৯ উইকেটের বড় জয় পেয়েছে ইংল্যান্ড। এর ফলে ঘরের মাঠেই তাদের ধবলধোলাই এর লজ্জায় ডুবিয়েছে ইংলিশরা। এই জয়ের ফলে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষে জায়গা করে নিয়েছে ইয়ন মরগানের দল।

ইংল্যান্ড দলের সহ-অধিনায়ক জস বাটলার জানিয়েছেন, ক্রিকেটারদের মধ্যে সুস্থ্য প্রতিযোগীতাই তাদের দলকে অনবদ্য বানিয়েছে। দল হিসেবে টি-টোয়েন্টি ফরম্যাটের শীর্ষে উঠলেও ইংল্যান্ডের চোখ এখন টি-টোয়েন্টি বিশ্বকাপের দিকে।

২০১৯ বিশ্বকাপের আগে ইংল্যান্ড দল ছিলো অনবদ্য। সেই পারফরম্যান্স এখনও ধরে রেখেছে ইংলিশরা। চলতি বছরই তিনবার ১৯০ রানের বেশি লক্ষ্য তাড়া করে জিতেছে তারা। প্রোটিয়াদের বিপক্ষে শেষ ম্যাচে দলীয় ২৫ রানে জেসন রয় ফেরার পর দ্বিতীয় উইকেটে ১৬৭ রানের জুটি গড়েন বাটলার এবং ডেভিড মালান। আর তাতেই ৯ উইকেটের জয় পেয়েছে ইংল্যান্ড।

ম্যাচ শেষে বাটলার বলেছেন, 'এই সম্মান আমাদের দারুণ অসাধারণ অর্জন। ৫০ ওভারের বিশ্বকাপের আগে আমরা অনেক পরীক্ষা নিরিক্ষা চালিয়েছি। এটা আমাদের বিশ্বের সেরা একটি বা দুটি দলের মধ্যে নিয়ে গেছে। এটা অবশ্যই আমাদের র‍্যাঙ্কিংয়ে এমন অবস্থানে যাওয়ার লক্ষ্য স্থির করতে সাহায্য করেছে।'

বাটলার মনে করেন, বিশ্বকাপের আগেই নিজেদের দল হিসেবে গড়ে তুলতে হবে তাদের। ভারতের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেয়ার সামর্থ্য আছে বলেও বিশ্বাস এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। আগামী বছর অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দল হিসেবে গড়ে উঠতে চায় ইংলিশরা।

বাটলার বলেন, 'আমাদের ১৫ জনের দুর্দান্ত একটি স্কোয়াড আছে। জয়ই সবসময় মুখ্য। প্রত্যেকেই এখানে আছে এবং তারা এই কন্ডিশনের জন্য তারা উপযোগী। আমরা এই কন্ডিশনের সঙ্গে একটি শক্তিশালী স্কোয়াড প্রয়োজন। আমি মনে করি এভাবেই আমাদের নিজেদের তৈরি করতে হবে এবং দল হিসেবে পারফর্ম করতে হবে।'