আইপিএল

আইপিএলে বাড়ছে দল, অপেক্ষা সিদ্ধান্তের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
প্রকাশের তারিখ: 16:08 বৃহস্পতিবার, 03 ডিসেম্বর, 2020

|| ডেস্ক রিপোর্ট ||

মুম্বাই ইন্ডিয়ান্সের পঞ্চম শিরোপা জয়ের মধ্যে দিয়ে পর্দা নেমেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) সদ্য সমাপ্ত আসরের। বিশ্বের সবচেয়ে জনপ্রিয় এই টুর্নামেন্টের এবারের আসর শেষ হওয়ার পর থেকেই গণমাধ্যমে গুঞ্জন তৈরি হয়েছিল আগামী বছর আরও একটি দল বাড়ছে।

শুরুর দিকে একটি দল বাড়ার কথা শোনা গেলেও নতুন খবর অনুযায়ী দুটি দল বাড়তে চলেছে বলে জানা গেছে। তবে তাঁর জন্য অপেক্ষা করতে হবে রাজ্য সমিতির প্রতিনিধিদের সিদ্ধান্তের জন্য। বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়ার (বিসিসিআই) বার্ষিক সাধারণ সভায় আইপিএলে দুটি দল বাড়ানোর প্রস্তাব রাখা হবে বলে জানা গেছে।

দল বাড়বে কি-না সেটি নির্ভর করবে রাজ্য সমিতির প্রতিনিধিদের সিদ্ধান্তের উপর। ২৪ ডিসেম্বর বৈঠকটি বসবে বিসিসিআই। বিসিসিআই কর্তৃক অনুমোদিত ইউনিটগুলোতে সচিব জে শাহ স্বাক্ষরিত একটি নোটিশ ইতোমধ্যে প্রেরণ করে বলা হয়েছে বলে জানা গেছে।

শুধু আইপিএলে দল বাড়া নিয়েই নয় বার্ষিক সাধারণ সভায় মোট ২৩টি বিষয় নিয়ে আলোচনা হবে। যেখানে সহ সভাপতি নির্বাচন, আইপিএল গভর্নিং কাউন্সিলের দুজন প্রতিনিধি নির্বাচন, জেনারেল বডির দুই সদস্য এবং ভারতীয় ক্রিকেটার সমিতির একজন প্রতিনিধি নিয়োগ করা নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

সৌরভ গাঙ্গুলি এবং জে শাহের সময়কাল বাড়ানো নিয়ে বিসিসিআইয়ের প্রস্তাবিত সংশোধনীটি সুপ্রিম কোর্টের শুনানির ৯ ডিসেম্বর চূড়ান্ত করা হয়েছে। তারপর অবশ্য বার্ষিক সভায় তাদেরকে নিয়েও আলোচনা হতে পারে।

এর আগে বোর্ডের একটি সূত্র ভারতীয় দৈনিক দ্য হিন্দুকে জানিয়েছিল, করোনা মহামারিতে হওয়া অর্থনৈতিক ক্ষতি পুষিয়ে নিতে আগামী আসর থেকে আরও একটি বাড়তি দল নিয়ে আইপিএল আয়োজনের পরিকল্পনা করছে ভারতীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থাটি।

নতুন এই দলটি হবে আহমেদাবাদকে কেন্দ্র করে। যেখানে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে বিশ্বের সবচেয়ে বেশি এক লাখ দশ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়াম। এছাড়া আগামী আসরে পুরো নিলামই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে পত্রিকাটি। গুঞ্জন ছিল আইপিএলের পরবর্তী আসরে খেলোয়াড় বেঁচা-কেনা হবে সংক্ষিপ্ত পরিসরে। তবে তেমনটি হচ্ছে না।