বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

ইনজুরিতে শফিউল

মমিনুল ইসলাম

মমিনুল ইসলাম
প্রকাশের তারিখ: 16:09 বৃহস্পতিবার, 03 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে খুব বেশি সুবিধা করতে পারছে না জেমকন খুলনা। এবার সেখানে যোগ হলো শফিউল ইসলামের ইনজুরি। ডানহাতি এই পেসারের ইনজুরির বিষয়টি ক্রিকেফ্রেঞ্জিকে নিশ্চিত করেছেন দলটির একটি সূত্র।

চলতি টুর্নামেন্টে এখন পর্যন্ত চারটি ম্যাচ খেলেছে খুলনা। যেখানে মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে দলটি। দলটির হয়ে প্রথম দুই ম্যাচে খেলতে দেখা গেছে শফিউলকে। প্রথম ম্যাচে ভালো করলেও পরের ম্যাচে ভালো করতে পারেননি তিনি। এখন পর্যন্ত টুর্নামেন্টে ২ ম্যাচে ৭ ওভারে ৫১ রান দিয়ে মাত্র দুটি উইকেট নিয়েছেন তিনি।

যেখানে নিজেদের প্রথম ম্যাচে ফরচুন বরিশালের বিপক্ষে ৪ ওভারে ২৭ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন এই পেসার। তবে পরের ম্যাচে ৩ ওভারে ২৪ রান দিলেও ছিলেন উইকেট শূন্য। এরপর আর একাদশে দেখা যায়নি তাকে। তবে ক্রিকফ্রেঞ্জিকে একটি সূত্রের দেয়া তথ্য অনুযায়ী ইনজুরিতে ভুগছেন দলটির এই পেসার।

তাঁর ইনজুরি সমস্যা কতটুকু, তা নিয়ে অবশ্য বিস্তারিত জানা যায়নি। কোন ক্রমে ইনজুরির কারণে তিনি যদি ছিটকে যায় তাহলে তার বিকল্প হিসেবে দলে নিতে চাইবে কাউকে। যে তালিকায় সবার উপরে আছে মাশরাফি বিন মর্তুজার নাম। ইতোমধ্যে বাংলাদেশের সাবেক এই অধিনায়ককে দলে নেয়ার আগ্রহ প্রকাশ করেছে দলটি।

এ প্রসঙ্গে দলটির ম্যানেজার নাফিস ইকবাল বলেন, ‘'মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড় যাকে সবাই নিতে চাবে। আমরাও আগ্রহ দেখিয়েছি। এখানে ব্যাপার হলো যে ওর এভেইভিলিটি, বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে ও কি অবস্থায় আছে, ওর ফিটনেস কি অবস্থায় আছে।'

তিনি আরও বলেন, 'আর দ্বিতীয়ত বোর্ডের একটা পলিসি ছিল যে মাশরাফি যখন ইনক্লুড হবে ইনিশিয়ালি যেহেতু ড্রাফট লিস্টে ওর নাম ছিল না অনেক দল তাকে নিতে আগ্রহ দেখাতে পারে। তারপর কি ধরণের পলিসি হবে। আমরা আমাদের আগ্রহ দেখিয়েছি। বাকিটা এখন বোর্ডের ওপর। এখন দেখার বিষয় অন্য কোনো দল আগ্রহ দেখিয়েছে কিনা। তারপর সিদ্ধান্ত নেয়া হবে কে কিভাবে পাবে।'

প্লেয়ার্স ড্রাফট থেকে সাকিব আল হাসান এবং মাহমুদউল্লাহ রিয়াদের মতো ‘এ’ গ্রেডের ক্রিকেটারদের দলে নিয়েছিল খুলনা। এছাড়া দলটিতে আছেন এনামুল হক বিজয়, ইমরুল কায়েস এবং আল আমিন হোসেনের মতো অভিজ্ঞ ক্রিকেটাররা।