বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

বোলিংয়ে ফিরলেন সাইফুউদ্দিন

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 17:48 বৃহস্পতিবার, 03 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে ইনজুরিতে পড়েছিলেন মোহাম্মদ সাইফউদ্দিন। এতে করে মিনিস্টার গ্রুপ রাজশাহী শঙ্কায় পড়েছিল টুর্নামেন্টে তাঁর খেলতে পারা নিয়ে। তবে সকল শঙ্কার অবসান ঘটিয়ে মাঠে ফিরেছেন এই অলরাউন্ডার। বৃহস্পতিবার শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামের একাডেমি মাঠে ইনজুরি কাটিয়ে বোলিং অনুশীলন করেছেন তিনি।

ফুল পেসে বল না করলেও ছন্দে ফিরতে শর্ট পেসে এদিন বোলিং করতে দেখা গেছে তাকে। ইনজুরিতে পড়ার ১০ দিন পর বল হাতে আবারো দেখা গেল সাইফউদ্দিনকে।

একাডেমি মাঠে এদিন শুরুতে কিছুক্ষণ রানিং করেন সাইফউদ্দিন। এরপর বল হাতে নেমে পড়েন অনুশীলনে। 

ইনজুরি কাটিয়ে ফেরার পর তাঁর বোলিংয়ের ধাঁর যে বিন্দুমাত্র কমেনি তাঁর প্রমাণ তিনি দিয়েছেন অনুশীলনে নেমেই। যার প্রমাণ মিলেছে তাঁর বেশ কয়েকবার স্ট্যাম্প ভাঙার মাধ্যমে।  

গেল ২২ নভেম্বর অনুশীলনের অংশ হিসেবে ফুটবল খেলার সময় গোড়ালির ইনজুরিতে পড়েছিলেন সাইফউদ্দিন। সে সময় দলীয় সূত্র থেকে জানা গিয়েছিল সাত দিনের পর্যবেক্ষণে রাখা হবে তরুণ এই ক্রিকেটারকে।

দলটির পক্ষ থেকে আরও জানানো হয়েছিল যে জেমকন খুলনা অথবা ফরচুন বরিশালের বিপক্ষে ম্যাচের মধ্য দিয়ে মাঠে ফিরতে পারেন তিনি। সে অনুযায়ী ৬ অথবা ৮ ডিসেম্বর রাজশাহীর হয়ে প্রথমবারের মতো মাঠে নামতে দেখা যেতে পারে তাকে।

কিন্তু সাত দিন পেরিয়ে গেলেও ম্যাচ খেলার জন্য ফিট ছিলেন না সাইফউদ্দিন। গেল রবিবার রাজশাহীর পক্ষ থেকে জানানো হয়, আরও চারদিন তাকে পর্যবেক্ষণে রাখা হবে তাঁকে।

তবে চার দিন পেরোনোর আগেই দলের সঙ্গে অনুশীলনে যোগ দিয়েছিলেন ২৪ বছর বয়সি এই ক্রিকেটার। প্রথম দিন কঠোর অনুশীলন না করলেও দ্বিতীয় দিন ঠিকই বল হাতে নেমে পড়েন মিনিস্টার গ্রুপ রাজশাহীর এই অলরাউন্ডার।