বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপ

মাশরাফিকে পেতে আগ্রহী খুলনা

নাহিয়ান আরেফিন

নাহিয়ান আরেফিন
প্রকাশের তারিখ: 22:45 শুক্রবার, 04 ডিসেম্বর, 2020

|| ক্রিকফ্রেঞ্জি করেসপন্ডেন্ট ||

চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে মাশরাফি বিন মোর্ত্তজাকে দলে নিতে আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা। বৃহস্পতিবার সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল।

গেল মঙ্গলবার হুট করে শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে হুট করেই আবির্ভূত হয়েছিলেন মাশরাফি বিন মোর্ত্তজা। স্টেডিয়ামে এসেই অনুশীলনে নেমে পড়েছিলেন সাবেক এই অধিনায়ক। সে সময় থেকেই ক্রিকেট পাড়ায় গুঞ্জন উঠে, চলতি বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপে তাঁর খেলা নিয়ে।

যদিও টুর্নামেন্টে অংশ নেওয়া নিয়ে এখন পর্যন্ত কিছু যায়নি বোর্ড বাঁ মাশরাফির তরফ থেকে।

তবে অবশেষে অবসান ঘটতে যাচ্ছে সকল গুঞ্জনের। আনুষ্ঠানিকভাবে মাশরাফিকে দলে ভেড়াতে আগ্রহ প্রকাশ করেছে জেমকন খুলনা।

জেমকন খুলনার ম্যানেজার নাফিস ইকবাল বলেন, 'মাশরাফি এমন একটা নাম, এমন একটা খেলোয়াড় যাকে সবাই নিতে চাবে। আমরাও আগ্রহ দেখিয়েছি। এখানে ব্যাপার হলো যে ওর এভেইভিলিটি, বোর্ড থেকেও আলাদা ফিডব্যাক নিতে হবে যে ও কি অবস্থায় আছে, ওর ফিটনেস কি অবস্থায় আছে।'

'আর দ্বিতীয়ত বোর্ডের একটা পলিসি ছিল যে মাশরাফি যখন ইনক্লুড হবে ইনিশিয়ালি যেহেতু ড্রাফট লিস্টে ওর নাম ছিল না অনেক দল তাকে নিতে আগ্রহ দেখাতে পারে। তারপর কি ধরণের পলিসি হবে। আমরা আমাদের আগ্রহ দেখিয়েছি। বাকিটা এখন বোর্ডের ওপর। এখন দেখার বিষয় অন্য কোনো দল আগ্রহ দেখিয়েছে কিনা। তারপর সিদ্ধান্ত নেয়া হবে কে কিভাবে পাবে।'

করোনা বিরতি কাটিয়ে ক্রিকেটাররা মাঠে ফিরলেও এখনও ২২ গজে ফেরা হয়নি ম্যাশের। সর্বশেষ জাতীয় দলের হয়ে তিনি খেলেছিলেন জিম্বাবুয়ের বিপক্ষে। এরপর ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) এক ম্যাচ খেলার পর করোনায় সকল ক্রিকেটীয় ইভেন্ট বন্ধ হয়ে গিয়েছিল। এরপর থেকে এখন অবধি মাঠে নামা হয়নি তাঁর।